স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতা জের ধরে চাঁদ আলী (৫৫) নামের এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে প্রভাব দেখানোর জন্য অস্ত্র হাতে মহড়া করেছে প্রতিপক্ষের লোকজন।
ঘটনাটি ঘটেছে গত ১৩ ডিসেম্বর শুক্রবার কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া গ্রামে।
আহত ব্যক্তি হলেন গোবিন্দগুনিয়া গ্রামে মৃত হাসেন মন্ডলের ছেলে চাঁদ আলী (৫৫)।
জানা গেছে , গোবিন্দগুনিয়া গ্রামে দীর্ঘদিন ধরে খালেক গ্রুপ ও বর্তমান মেম্বর ফরিদ এর সমর্থকের ভেতর শত্রুতা চলতেছিল। এমতাবস্থায় গত ১৩ ডিসেম্বর শুক্রবার দুপুর ১টার সময় গোবিন্দগুনিয়া গ্রামের দক্ষিণ পাড়ার মোড়ে চাঁদ আলী অবস্থান করছিল। ওই মুহুর্তে বিএনপি নেতা খালেক, আল্লেক তার ভাই ভাস্তে সহ তাদের ভারাটিয়া গোন্ডা বাহিনী নিয়ে ১০-১৫ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে চাঁদ আলীকে কুপিয়ে জখম করে। তাতে চাঁদ আলীর মাথা ধারালো কোপের আঘাতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে পরে চাইনিজ কুরাল দিয়ে হাতের আঙ্গুল কেটে নেওয়াসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। বর্তমানে চাঁদ আলী মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পরে আগ্নেয়াস্ত্র, রামদা, রড, হকিস্টিক ও লাঠি হাতে মহড়া দিয়েছে খালেক গ্রুপের শক্তিমত্তা জানান দেয়ার জন্য। এতেই ক্ষান্ত হয়নি বিভিন্ন বাড়ির দেওয়ালে কোপ দেয়। এসব বিষয়ে থানায় অভিযোগ করলে প্রান নাশের হুমকি দিয়ে আসছে বলে জানিয়েছেন বর্তমান মেম্বার ও ধুবইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সেক্রেটারি ফরিদ এবং চাঁদ আলীর পরিবারের লোকজন।
ধুবইল ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রন্জু বলেন, তারিক নব্য খোলস পাল্টানো আওয়ামীলীগের কিছু লোকজন নিয়ে প্রায় প্রতিদিন এই তান্ডব চালিয়ে যাচ্ছেন ।
এদিকে ফরিদ বলেন, কখনও প্রকাশ্যে পিস্তল হাতে মহড়া, কখনও দেশীয় অস্ত্র হাতে নিজ ক্যাডার বাহিনীর মোটরসাইকেল শোডাউন। অন্যদের ভয় দেখাতেই তারিকের একের পর নব কৌশল হাতে নিয়েছেন বলে দাবী করে বর্তমান এই মেম্বার ।
এদিকে ছবিতে দেখা যাচ্ছে এক হাতে পিস্তল ও আরেক হাতে রামদা নিয়ে তারিক ছুটে চলেছেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য । তাদের মধ্যে আল্লেক মন্ডল সহ তার ছেলে তারিক, ও আরিফ, খালেক মেম্বার ও তার ছেলে খোকন ও শাহিন, আল্লেক ও তার ছেলে আরিফ, মালেক ও তার ছেলে মিলন ও মাসুম, মৃত খুদা বক্স এর ছেলে তালেবসহ অজ্ঞাত নামা আরও কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক।
এই নিয়ে আতঙ্কিত গুরুতর আহত চাঁদ আলীর পরিবার ও গ্রামের সাধারণ লোকজন।