নাজমুল হাসান নাজির বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়ক বছির উদ্দিন মার্কেট, হাইওয়ে, শহরের তিনমাথা রেলগেট কুটুম বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রাস্তার উপর পূর্ব পাশে রংপুর হতে বগুড়াগামী JMC নামীয় ঢাকা মেট্রো-ন-১৯-৩৬৬১ নং পিকআপ গাড়ী তল্লাশী করে আলামত প্রাপ্ত।
গত রবিবার দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ সার্কেল, জেলা কার্যালয়, উল্লেখিত স্থান, অভিযান পরিচালনা করে রংপুর হতে বগুড়াগামী JMC ঢাকা মেট্রো-ন-১৯-৩৬৬১ নং পিকআপ গাড়িটি গতিরোধ করে থামাই এবং চালকের আসনে বসা আসামী মোঃ আবুল কালাম (৫০) কে আটক করা হয়। ঘটনাস্থলে তল্লাশী করে গাড়িটির বডির নিচে বিশেষ কায়দায় তৈরীকৃত চেম্বারের ভিতর পলিথিনে মোড়ানো অবস্থায় ছোট বড় ২টি পোটলায় ১৪ কেজি গাঁজা ও গাড়িতে ২টি চালান মোতাবেক গাড়ীর বডিতে ১১১টি প্লাস্টিকের বস্তায় বেগুন, ৫৫৫০ (পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ) কেজি বা ১৩৮.৭৫ মন এবং মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত JMC নামীয় ঢাকা মেট্রো-ন-১৯-৩৬৬১ নং পিকআপ গাড়ীটি চাবিসহ উদ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করে সূত্রে বর্ণিত মামলা রুজু করি।
আটককৃত ব্যক্তি হলেন, মোঃ আবুল কালাম (৫০), পিতা মৃত আব্দুস ছবুর, সাং ছোটখাটামারী,ওয়ার্ড নং-২,ইউপি-৬নং জয়মনিহাট, থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ক্রমিক নং-১৯(খ) ও ২৬(১) ধারায় নিয়মিত মামলা রুজুর জন্য বগুড়া সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।