মোমিন আলি লস্কর ও উজ্জ্বলবন্দ্যোপাধ্যায়,বারুইপুর : ওয়াকাফ এ্যমেন্ডমেন্ট বিল ২০২৪ এর বিরুদ্ধে এবং মসজিদ মাদ্রাসা ও ওয়াকাফ সম্পত্তি পুনরুদ্ধার ও নিরাপত্তার দাবিতে রবিবার বিকালে বারুইপুর অমৃতলাল কলেজ মাঠে ঐতিহাসিক মহা সমাবেশ ও মহামিছিল হয়ে গেল।স্ট্যান্ড ফর জাস্টিস ফোরাম অব ওয়েস্ট বেঙ্গল এর আহবানে এদিন এই ঐতিহাসিক মহা সমাবেশ হয়ে গেল।যাতে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন। এদিনের এই মহাসমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলা যুব ফেডারেশনের রাজ্য সভাপতি মহ: কামরুজ্জামান, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মুস্তাহিদ আল সাফি লস্কর, মোক্কেরুল ইসলাম,আবদুল মোমেন হালদার,সফিকুল ইসলাম মন্ডল,আইনজীবী কুতুবউদ্দিন লস্কর, আনোয়ার হোসেন কাসেমী,সমাজসেবী হোসেন গাজী, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রউফ সহ আরো অনেকে।এদিন সারা বাংলা যুব ফেডারেশনের রাজ্য সভাপতি মহ: কামরুজ্জামান বলেন, আমাদের সাড়ে সাত লক্ষ একর ওয়াকাফ সম্পত্তি আছে।অথচ চারটে রাজ্যে মন্দির ও দেবত্ত সম্পত্তি আছে দশ লক্ষ একর জমি।কেন্দ্রের সরকার মানুষকে মিথ্যা প্ররোচনা দিচ্ছে। তামিলনাড়ুতে মন্দির ও দেবত্ত সম্পত্তি ৪ লক্ষ ৭৮ হাজার একর, অন্ধপ্রদেশে ৪লক্ষ , উড়িস্যায় চারটি মন্দিরে আছে ৪ লক্ষ একর সম্পত্তি।আর মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি কেড়ে নিতে মোদী সরকার মতলব এটেছে।তাঁরা হিন্দুদের ভোট কিনতে মিথ্যা শেখাচ্ছে।আমাদের এটা মাতৃভূমি, এখানে আমাদের কফন হয়।আমাদের পিতৃপুরুষদের কবর এইখানে।আর তা কখন আমরা কোনো ভাবে দখল নিতে দেবো না।পালামেন্টে বিল এনে ওয়াকাফ বিল চালু করতে আমরা দোবো না।মিথ্যা কথা দিয়ে মানুষকে সমস্যা দেওয়া ছাড়া আর কিছু হবেনা।আমাদের এই আন্দোলন আগামীদিনে আরো বৃহত্তর আকার নেবে।