লালপুর উপজেলা প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের পূর্ব পোকন্দা ও উত্তর বাঁশবাড়ীয়া আদর্শ যুব সংগঠনের উদ্যোগে ১৪ ডিসেম্বর, ২০২৪ (শনিবার) তারিখে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব পোকন্দা রেলগেট মোড়ে। সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক প্রামানিকের সভাপতিত্বে এবং সহসভাপতি মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিনের তত্ত্বাবধানে এই উদ্যোগ বাস্তবায়িত হয়। সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গও এ সময় উপস্থিত ছিলেন।
পূর্ব পোকন্দা ও উত্তর বাঁশবাড়ীয়া আদর্শ যুব সংগঠন দীর্ঘদিন ধরে সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এলাকার অসহায় মানুষের চিকিৎসা সহযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সচেতনতা কার্যক্রমসহ নানা উদ্যোগে এই সংগঠন ইতিমধ্যে সুনাম অর্জন করেছে।
এবারের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১০০ জন অসহায় মানুষকে কম্বল দেওয়া হয়েছে। এলাকার মানুষ এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন এবং সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও সংগঠনটি অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে। সংগঠনের এমন উদ্যোগ শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।