1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
চলতি অর্থ বছরের ডিসেম্বরে এপর্যন্ত প্রবাসী আয় এসেছে ১৪০ কোটি ডলার - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
না‌জিরপুরে ২ রোহিঙ্গা যুবককে আটক বীরগঞ্জে দারুল হুদা হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে ঘরের ছাদে কমলা চাষ করে সফল ডা: সুহিত রঞ্জন নরসিংদী পৌর ভূমি অফিসের অফিস সহায়ক মহসিন এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেছারাবাদে এক কৃষক লোককে নিয়ে ব্যবসায়ির নানা অপপ্রচার বগুড়ায় হোটেল ম্যানেজার হত্যার আসামী আলিফ শেখ গ্রেপ্তার চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান নবগঠিত জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নাসিরনগর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

চলতি অর্থ বছরের ডিসেম্বরে এপর্যন্ত প্রবাসী আয় এসেছে ১৪০ কোটি ডলার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

আশরাফুল আলম রিপন।
কলামিস্ট ও উন্নয়ন গবেষক।

২০২৪ অর্থ বছরের শেষে শুধু ডিসেম্বরে এখন পর্যন্ত ১৪০ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে। এই ১৭ দিনে দৈনিক গড়ে প্রবাসী আয় এসেছে প্রায় ১০ কোটি ২৪ লাখ ডলার। গত বছরের পুরো ডিসেম্বরে প্রবাসী আয় এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার। ২০২৩ অর্থ বছরের ডিসেম্বরে দৈনিক গড়ে প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৪২ লাখ ৩৪ হাজার ১৯৩ ডলার। প্রবাসী আয়ের এই অগ্রগতি অব্যাহত থাকলে চলতি মাসের শেষে প্রবাসী আয় ২৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ব্যাংক খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিদেশি রেমিট্যান্স সূত্রে জানা গেছে, এখন বেশির ভাগ ব্যাংক ১২৪ টাকার বেশি দামে প্রবাসী আয়ের ডলার কিনছে। সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ডলার কিনেছে ১২৪ টাকা দামে, রিয়া মানি এক্সচেঞ্জ ডলার কিনেছে ১২৪ টাকা ১৮ পয়সা দামে, টেপটেপ সেন্ড ডলার কিনেছে ১২৪ টাকা ৭০ পয়সা দামে ও ওয়েস্টার্ন ইউনিয়ন ডলার কিনেছে ১২৫ টাকা ৬০ পয়সা দামে। ফলে এর চেয়ে বেশি দামে দেশের ব্যাংকগুলোকে ডলার কিনতে হচ্ছে। এতে আমদানিকারকদের বেশি দামে দায় শোধ করতে হচ্ছে।
গত আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রবাসী আয় বাড়তে শুরু করে। সেই ধারাবাহিকতায় নভেম্বরে প্রবাসী আয় এসেছে ২২০ কোটি ডলার, যা দেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার ৪০০ কোটি টাকা। গত বছরের নভেম্বরে দেশে ১৯৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। সেই হিসাবে গত বছরের নভেম্বরের চেয়ে গত নভেম্বরে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৪ শতাংশ। এ ছাড়া গত অক্টোবরে দেশে ২৩৯ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল, যা গত বছরের অক্টোবরের চেয়ে ২১ শতাংশ বেশি। আর গত সেপ্টেম্বরে ২৪০ কোটি ডলার ও আগস্টে ২২২ কোটি ডলার প্রবাসী আয় এসেছে।
প্রবাসী রেমিট্যান্সের আয়কে বলা হয় কোন দেশের ডলার জোগানের একমাত্র দায়বিহীন উৎস। এই আয়ের বিপরীতে কোনো বিদেশি মুদ্রা খরচ করতে হয় না অথবা কোনো দায় পরিশোধ করতে হয় না। রপ্তানি আয়ে ডলার এলেও কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করতে ডলার খরচ হয়। অন্যদিকে বিদেশি ঋণ শোধেও ডলারের প্রয়োজন হয়। ফলে প্রবাসী আয় যত বাড়বে, দেশে ডলারের সংকট তত কমবে।
সুত্র –বাংলাদেশ বাংক ও প্রবাসী কর্ম সংস্থান ব্যুরো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি