দেলোয়ার হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ঘরবাড়ি ভূষ্মিভূত হয়েছে জয়নাল নামের এক কৃষকের। এতে ঐ কৃষকের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
১৮ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের দক্ষিণ ধুরইল চৌধুরীপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কুসুম্বা ইউনিয়নের দক্ষিণ ধুরইল গ্রামের জালালের পুত্র জয়নাল প্রতিদিনের মাঠে আলুর জমিতে কাজ করে যায়। বেলা সাড়ে ১০ টার সময় জয়নালের স্ত্রী খাবার নিয়ে মাঠে যায়। এসময় ঘরে রাখা ফ্রিজ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়ীতে। মহুর্তেই পুড়ে যায় ফ্রিজ, টিভি, মোটরসাইকেল সহ ঘরের যাবতীয় আসবাবপত্র। এতে তার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
এ বিষয়ে কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা খাতুন বলেন, আগুন লাগার ঘটনাটি স্বানীয় ইউপি সদসস্যের মাধ্যমে জানতে পারি।
তারিখঃ ১৮/১২/২০২৪
মোঃ দেলোয়ার হোসেন
পাঁচবিবি জয়পুরহাট