স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সরকারের পতনের পর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিংড়াবাড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দ্বন্ধ চরম আকার ধারন করেছে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে মামলা, হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ অবস্থায় সেনাবাহিনীর অভিযানে ৪টি রামদা, ১টি ছুরি, ১টি হকিষ্টিক, ১টি মোটরসাইকেল, ১টি ব্যাটারি চালিত অটো রিকশাসহ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়েছে।
আটকৃতরা হলো, সিংড়াবাড়ি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মেহেদী হাসান রাকিব, একই গ্রামের মৃত তফের আলীর ছেলে আব্দুল্লাহ, দুবলাই গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আঃ করিম, ধুবলাই এর মৃত শইব উদ্দিনের ছেলে লাল মিয়া ও গান্দাইল পাটাগ্রামের সানোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাজিপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু ও স্থানীয় বিএনপি নেতা আসাদুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন যাবত দ্বন্ধ চলে আসছে। উভয় গ্রুপই থানায় পাল্টাপাল্টি মামলা করেছে। এ অবস্থায় আসাদুল ইসলামের সমর্থকরা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আদালত থেকে জামিন নিয়ে গ্রামে পৌছার পর এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
সংবাদ পেয়ে কাজিপুর সেনা ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যার পর সিংড়াবাড়ি – পাটাগ্ৰাম গ্রামে অভিযান চালায়। অভিযানকালে তারা দেশীয় অস্ত্রসহ ৫জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সরকারের পতনের পর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিংড়াবাড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দ্বন্ধ চরম আকার ধারন করেছে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে মামলা, হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ অবস্থায় সেনাবাহিনীর অভিযানে ৪টি রামদা, ১টি ছুরি, ১টি হকিষ্টিক, ১টি মোটরসাইকেল, ১টি ব্যাটারি চালিত অটো রিকশাসহ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়েছে।
আটকৃতরা হলো, সিংড়াবাড়ি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মেহেদী হাসান রাকিব, একই গ্রামের মৃত তফের আলীর ছেলে আব্দুল্লাহ, দুবলাই গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আঃ করিম, ধুবলাই এর মৃত শইব উদ্দিনের ছেলে লাল মিয়া ও গান্দাইল পাটাগ্রামের সানোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাজিপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু ও স্থানীয় বিএনপি নেতা আসাদুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন যাবত দ্বন্ধ চলে আসছে। উভয় গ্রুপই থানায় পাল্টাপাল্টি মামলা করেছে। এ অবস্থায় আসাদুল ইসলামের সমর্থকরা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আদালত থেকে জামিন নিয়ে গ্রামে পৌছার পর এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
সংবাদ পেয়ে কাজিপুর সেনা ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যার পর সিংড়াবাড়ি – পাটাগ্ৰাম গ্রামে অভিযান চালায়। অভিযানকালে তারা দেশীয় অস্ত্রসহ ৫জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।