1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বাগমারার ভবানীগঞ্জ বাজার এখন যেন যানজটের নগরী - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে ঘরের ছাদে কমলা চাষ করে সফল ডা: সুহিত রঞ্জন নরসিংদী পৌর ভূমি অফিসের অফিস সহায়ক মহসিন এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেছারাবাদে এক কৃষক লোককে নিয়ে ব্যবসায়ির নানা অপপ্রচার বগুড়ায় হোটেল ম্যানেজার হত্যার আসামী আলিফ শেখ গ্রেপ্তার চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান নবগঠিত জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নাসিরনগর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪ ঠাকুরগাঁওয়ের খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভ গাজীপুরের শ্রীপুরে বোতাম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

বাগমারার ভবানীগঞ্জ বাজার এখন যেন যানজটের নগরী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

 

মোঃ আতাউর রহমান
স্টাফ রিপোর্টার রাজশাহী:

রাজশাহীর বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের যানজট যেন নিত্য দিনের ঘটনা। যানজট অতিক্রম করে চলাফেলাও অনেক কষ্টকর হয়ে যায়। প্রশাসনের নজরে আসলেও অবৈধভাবে দোকানপাট সহ পার্কিং করার কারণে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

উপজেলা সদরের যানজট নিরসনের লক্ষ্যে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ভূমিকা নিলেও সেটি দীর্ঘদিন স্থায়ী হয়নি। সাধারণ মানুষসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত চলাচল করেন ভবানীগঞ্জ বাজারের এই সকল রাস্তায়।

প্রতিটি রাস্তার মোড় যেন একেকটি বাজার। বারবার সিদ্ধান্ত হলেও রাস্তা দখল মুক্ত হচ্ছে না। যানবাহনের মাত্রাতিরিক্ত ব্যবহার এবং অসাধু ব্যবসায়ীদের দখলে অধিকাংশ রাস্তা থাকায় যানজটক্রমে বৃদ্ধি পাচ্ছে।

সরকারি এ সকল স্থানে ইচ্ছে মতন দোকানপাট নির্মাণ করে যানজট সৃষ্টি করছে ব্যবসায়ীরা। বিশেষ করে ভবানীগঞ্জ কলেজ মোড়, জিরো পয়েন্ট, সিএনজি স্ট্যান্ড সহ গোডাউন মোড়ে ইচ্ছে মতন দোকানপাট নির্মাণ করা হয়েছে। উল্লেখিত স্থানগুলোতে প্রায় সময়ই দীর্ঘ যানজট লেগে থাকে। সরকারি জায়গা দখল করে যানজট সৃষ্টি করার কারণেই ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

এ থেকে রেহাই পাচ্ছেনা স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। উল্লেখিত মোড় গুলোর অবৈধ স্থাপনা দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করার লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছে স্থানীয় যুবসমাজ। এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একবার তদন্ত করা হয়েছে। তবে কাজের কাজ কিছুই হয়নি।

জেলা প্রশাসকের নিকট দাখিলকৃত আবেদন সূত্রে জানাগেছে, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সংলগ্ন ভবানীগঞ্জ কলেজমোড়, এই মোড়টি একটি গুরুত্বপূর্ণ মোড় যা দিনের বেশির ভাগ সময় ব্যস্ত থাকে। পশ্চিমদিকে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ হয়ে মোহনপুর গ্রাম। পূর্ব দিকে ঝিকরা রোড় ও পাওয়ার গ্রিড (বাংলাদেশ টু চায়না ১৩২-৩৩ কেভি) প্রকল্পের প্রধান সড়ক, দক্ষিনে ভবানীগঞ্জ উপজেলা বাজার হতে একটি রাস্তা, উত্তর দিকে নওগাঁ জেলা রোডের একটি রাস্তা এসে এই মোড়ে মিলিত হয়েছে।

ভবানীগঞ্জ বাজারের মূল চালিকা শক্তি এই মোড়। এই রোডে আত্রাই উপজেলা এবং বাগমারা উপজেলার বেশকিছু ইউনিয়নের জনগনের এক মাত্র সংযোগ সড়ক, ১০ টিরও বেশি স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মূল সংযোগ সড়ক এবং ভবানীগঞ্জ বাজারের একমাত্র বাইপাস রোড।

কলেজ মোড়টি উপজেলার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। সময়ের পরিক্রমায় ভবানীগঞ্জ কলেজ মোড়ে যেমন অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে তেমনি যানচলাচলও পাল্লা দিয়ে বেড়েছে বহুগুণ। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র ভবানীগঞ্জ কলেজ মোড়ের কাছে বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ড কর্তৃক অধিগ্রহণ কৃত ফাঁকা জায়গায় এবং পাশের কিছু সরকারী জায়গায় স্থানীয় বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ডের কর্মচারীর সাথে মিলিত হয়ে কিছু দোকান পাটসহ অন্যান্য স্থাপনা গড়ে তুলেছে।

এসকল অবৈধ স্থাপনা দোকানপাটের জন্য এক দিক দিয়ে যেমন ভবানীগঞ্জ কলেজ মোড়ে যান চলাচলে বাধা বা ট্রাফিক জ্যাম তৈরী হয়েছে তেমনি এই জায়গাগুলো দিন দিন বেদখলে চলে যাচ্ছে।

এদিকে আবেদনকারীদের মধ্যে মসিউর রহমান, আল-আমিন, নাজমুল হোসেন, জামিল সহ অনেকের দাবী সরকারী জায়গাগুলোতে অবৈধ ভাবে তৈরি করা দোকানগুলো দ্রুত উচ্ছেদ করার পাশাপাশি এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার।

এ ব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, ওই জায়গাগুলো পানি উন্নয়ন বোর্ডের। পানি উন্নয়ন বোর্ড যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি