গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে বিনিয়োগ সংক্রান্ত জনসচেতনামূলক উঠান বৈঠক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর বারোটার সময় উপজেলার আলমপুর ইউনিয়নের রাঙ্গামাটি বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমবায় সমিতিতে এককালীন অধিক মুনাফা লাভে (ডিপিএস, এফডিআর, এমএসপি) বিনিয়োগ সংক্রান্ত জনসচেতনতামূলক উঠান বৈঠক করা হয়।
উঠান বৈঠকে বক্তারা বলেন, সরকারিভাবে প্রতিষ্ঠিত ও নির্ভরযোগ্য ব্যাংকের সঙ্গে লেনদেন না করে অধিক মুনাফা লাভের আশায় কিছু মানুষ সমবায় সমিতির ফাঁদে পড়ে সর্বশ্রান্ত হয়ে পড়ছেন। একারণে সমিতির ফাঁদ পাতা লোভে না পড়ে, নির্ভরযোগ্য ব্যাংক বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করার পরামর্শ দেওয়ার পাশাপাশি সমিতিতে এককালীন অতি মুনাফা লাভে বিনিয়োগের কুফলতা ও জনসচেতনতামূলক আলোচনা করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার হারুনুর রশীদ, স্থানীয় প্রশাসক, জনপ্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ ভুক্তভোগীর পরিবার।
গোলজার রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি