গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এতিম শিশু ও পথচারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার সময় উপজেলার উমার ইউনিয়নের চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলূম কওমী মাদরাসার ৩০ জন এতিম শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
এরপর সন্ধায় ধামইরহাট ইউনিয়নের বেনিদুয়ার ক্যাথলিক মিশনে আরও ৫০জন শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
ইউএনও মোস্তাফিজুর রহমান সময়ের আলোকে বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বিশেষ বরাদ্দকৃত শীতবস্ত্র হিসেবে ৫৫৮টি কম্বল উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এতিম শিশু ও পথচারীদের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. মনছুর আলী, উপজেলা সমাজসেবা (ভারপ্রাপ্ত) অফিসার সামসুল ইসলাম, মদিনাতুল উলূম কওমী মাদরাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মো. তরিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
গোলজার রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি