স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৯৬তম খোশরোজ শরিফ উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহ্ফিল আগামীকাল ২১ ডিসেম্বর শনিবার বিকাল ৪টায় ষোলশহরস্থ এলজিইডি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। কাফকো সাবেক সিইও প্রকৌশলী আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা।
প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মুরশেদুল হক।
আলোচক হিসেবে থাকবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক পরিচালক (প্রশাসন) মো. গোলাম রসূল, চট্টগ্রাম জজ কোর্ট সিনিয়র আইনজীবী এডভোকেট মনতোষ বড়ুয়া, দৈনিক সমকালের সিনিয়র সাব-এডিটর নাসির উদ্দিন হায়দার, মাদরাসা-এ গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী। খোশরোজ শরীফ মাহ্ফিল প্রস্তুতি কমিটি চট্টগ্রাম মহানগরের ব্যবস্থাপনায় উপস্থিত থাকবেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, বুদ্ধিজীবি, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি। উক্ত আলোচনা ও মিলাদ মাহ্ফিলে আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন ব্যবস্থাপনা কমিটি।