আশরাফুল আলম রিপন। মাগুরা জেলা প্রতিনিধি।
১৯ ডিসেম্বর মাগুরায় ১০০ রাউন্ড গুলি ও একটি স্নাইপার বাইনোকুলার উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে। বুধবার রাতে শহরের পৌর এলাকার পারনান্দুয়ালী নামক স্থানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।অভিযানে আটক পাচজনের কাছ থেকে উদ্ধার করা হয় পিস্তলের ১০০ রাউন্ড গুলি, একটি শর্ট গানের টেলিস্কোপ স্নাইপার, ৫টি স্মার্ট ফোন, একটি বাটন ফোন ও ২টি দেশিয় অস্ত্র।
এসব তথ্য নিশ্চিত করেছেন উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া মেজর রাশেদ হাসান সেজান। তিনি বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করি। অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। তাদেরকে রাতেই আমরা থানা হেফাজতে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে র্যাব ও পুলিশের সদস্যরাও ছিলেন।’
আটক পাঁচজন হলেন- মাগুরা পারনান্দুয়ালী এলাকার মঞ্জু মোল্লার ছেলে মাফুজ (২১), রবি মোল্লার ছেলে শাকিল (২০), কামাল হোসেনের ছেলে জারিফ (২২), মুন্সি আশিক রহমানের ছেলে তাবিন (২০) ও আব্দুল হালিমের ছেলে বাবুল (২১)। তাঁদের সবার বাড়ি মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী মুন্সিপাড়ায়।
এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, আটক পাঁচজনকে রাতেই মাগুরা থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।