মোঃ সালাউদ্দিন:-খাগড়াছড়ির গুইমারায় ২নংহাফছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের অর্থ-সম্পাদক ও হাতিমুড়া ৩নংওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল সিকদারকে কোন মামলা ছাড়া গ্রেফতার করে জেলহাজতে নেওয়ায় তার মা ব্রেন স্টক করলে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেখানে HDU তে চিকিৎসাধিন অবস্থায় দশ দিন থাকার পরে (১৯ ডিসেম্বর) রাতে মারা যায়, (২০ ডিসেম্বর) কামরুলকে পেরোলে মুক্তির মাধ্যমে মায়ের লাশ দেখাতেআনা হয়েছে।
এতে এলাকাবাসী বলে আমরা ১৯৮০/৮১সাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাস করছি এর আগে কখনো এধরনের নেককার যনক ঘটনা ঘটে নাই, আমরা এই অপরাজনীতিকে ধিক্কার জানাই এবং এলাকায় এধরনের গ্রেফতারের বিরোদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, কামরুল সিকদারসহ এলাকায় মিথ্যা মামলা ও বিনা মামলায় গ্রেফতারকৃত সকলের নিঃশর্ত মুক্তি চাই।
গুইমারা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম বলেন কোনো প্রকার মামলা ছাড়া কামরুল সিকদারকে গ্রেফতার করায় তার মা ব্রেন স্টককরে চিকিৎসাবস্থায় (১৯ ডিসেম্বর) রাতে মারা যায়, পেরোলে মুক্তি পেয়ে মাকে শেষ বারের মতো দেখতে পারে। আমি মনে করি দেশে বিরাজমান অপরাজনিতির শিকার হচ্ছে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, অতিতে কখনও দেশে এধরনের ঘটনা ঘটে নাই, দেশের সকল মিথ্যা মামলা ও গন গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতার কৃত সকলের নিঃশর্ত মুক্তি চাই।