মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
আজকের নলজুর পত্রিকা পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করলেন আজকের নলজুর পত্রিকার প্রধান উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা মিছবাহ উদ্দিন চৌধুরী। আজ ২০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় আজকের নলজুর পরিবারের আয়োজনে জগন্নাথপুর বাজারে আর, এফ, সি পার্টি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমদ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, নলজুর পত্রিকার প্রধান উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা মিছবাহ উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপি সদ্য বিলুপ্ত সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ড. এডভোকেট জিয়াউর রহিম শাহীন, কেশবপুর এডুকেশন ট্রাস্টের সভাপতি বশির মিয়া, কবি সালা উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী এম এ কাদির, বিএনপি নেতা আবুল হাশিম ডালিম, তাজ উদ্দিন আহমদ, গোলাম সারোয়ার, জামাল উদ্দিন বেলাল, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, ইকবাল হোসেন, আল আমিন, মোঃ মুকিম উদ্দিন, প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতে করেন ইকড়ছই সিনিয়র মাদরাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম।সম্মানিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন আজকের নলজুর পত্রিকা পরিবারের সাংবাদিক বিপ্লব নাথসহ সাংবাদিকবৃন্দ। অতিথিবৃন্দ ২০২৫ সালের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানের সভাপতি মোঃ তাজ উদ্দিন আহমদ সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন। শেষে অংশগ্রহণকারীদের জন্য মিষ্টির আয়োজন করা হয়।