বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রীমঙ্গল উপজেলার প্রত্যেকটি এলাকায় শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন- শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু।
এরই অংশ হিসেবে রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে আশিদ্রোন ইউনিয়নের ভোজপুর বাজারের পাশে আছিদ উল্লা উচ্চ বিদ্যালয় মাঠে অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রামের দেড় হাজার পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি। ইতিমধ্যে উপজেলায় বিভিন্ন জাতি ধর্মের প্রায় ১২,৫০০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ সম্পন্ন করেছেন মহসিন মিয়া মধু। এই কার্যক্রম অব্যাহত রয়েছে পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হবে।