রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে পৃথক অভিযানে ২ মাদক ও চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উলিপুর থানা পুলিশের একটি টিম পৃথক অভিযান চালায়। এতে
মোঃ স্বাধীন (৪৫) সহ ২ জন মাদক ও চাঁদাবাজকে
আটক করে থানায় নিয়ে যায়।
আটক স্বাধীন উলিপুর পৌর এলাকার নারিকেল বাড়ি
গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে আজ সন্ধ্যায় থানার সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন টি এন টি চত্বর থেকে মাদক কারবারি মোঃ স্বাধীন কে গ্রেফতার করে পুলিশ। সূত্র আরো জানায়,
মোঃ স্বাধীন দীর্ঘ ৯ বছর ধরে মাদকের সাথে জরিত।
মাদক কারবারি স্বাধীন এলাকার রাজবন্দী, দিঘীরপাড় ,রামখানা, বরপুটি এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসতো বলে স্থানীয় সূত্রে জানা যায়।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, গ্রেফতার স্বাধীন ও অন্য জনকে মাদক ও চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম