লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের কমিটি গঠন করা হয়েছে। এতে সজিবুল ইসলামকে সভাপতি ও মোঃ আল আমিনকে সাধারণ সম্পাদক করে একমিটি ঘোষণা করা হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির এক বছরের জন্য ২৩ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটির অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফারহানুর রহমান, শিমুল আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল আলী, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক সম্রাট আলী, অর্থ সম্পাদক তুষার ইমরান, দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ, প্রচার সম্পাদক ইব্রাহিম হোসেন, আইন সম্পাদক মিঠুন ইসলাম, নারী ও শিশু উন্নয়ন সম্পাদক সাবিহা খন্দকার তোয়া প্রমূখ।
এবিষয়ে উপজেলা নয়া সভাপতি সজিবুল ইসলাম বলেন, গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী যুব সংগঠন হলেও পরিবেশ সচেতনতার পাশাপাশি সামাজিক স্বেচ্ছাসেবামূলক সকল কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে সবুজ বন্ধুরা।