মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ।
যশোরের মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা বাজার আশা ব্রাঞ্চের উদ্যোগে(২২,২৩ ও ২৪ ডিসেম্বর)রবি,সোম ও মঙ্গলবার সকাল ৯টা-বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত তিন দিন ব্যাপী ফ্রী মেডিকেল (স্বাস্থ্য)ও ফিজিওথেরাপী ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপজেলার জনাব দিলীপ কুমার ঘোষ এর সভাপতিত্বে উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজ্জাদ হোসেন অধ্যক্ষ চিনাটোলা কলেজ, বিশেষ অতিথি জনাব শেখ ফিরোজ আহমেদ সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আসা যশোর সদর যশোর, জ্যোতি প্রসাদ জোদ্দার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার চিনাটোলা ব্রাঞ্চ, মোঃ শরিফুল ইসলাম এবিএম আশা চিনাটোলা ব্রাঞ্চ, মোঃ গোলাম মোর্শেদ আলম ম্যানেজার সোনালী ব্যাংক চিনাটোলা শাখা প্রমুখ।
তিন দিন ব্যাপী ফ্রী মেডিকেল (স্বাস্থ্য) ও ফিজিওথেরাপী ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন, ডাক্তার মোঃ জাকির হোসেন প্রাক্তন সিনিয়র কনসালটেন্ট সাতক্ষীরা শিশু হাসপাতাল, ডাক্তার মিল্টন রায় সিনিয়র ফিজিওথেরাপিষ্ট আশা ঢাকা, ডাক্তার মোঃ মোস্তফা আল মামুন ফিজিওথেরাপিষ্ট সাতক্ষীরা আসা।
মেডিকেল ক্যাম্প অবস্থানের প্রচলিত আশা ব্রাঞ্চের উদ্যোগে পুরুষ মহিলা ও শিশুদের সর্ব ধরনের রোগের সেবা প্রদান করা হচ্ছে, বলে জানান সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জ্যোতি প্রসাদ জোদ্দার চিনাটোলা ব্রাঞ্চ। এবং তিন দিনব্যাপী রোগীদের সেবা খুব সুন্দর পরিবেশ সৃষ্টি বজায় রেখে সাথে সাথে ফিজিওথেরাপী দেওয়া হচ্ছে।
সেবা গ্রহণকারী রোগীদের কাছে জিজ্ঞাসা করলে জানা যায় আপনি কোন ধরনের সেবা নিতে আসছেন এখানে, তখন জানান সকল ধরনের রোগ আপনার কাশি, সর্দি , মাথা ব্যথা ডায়াবেটিস এলার্জি সকল প্রকার রোগের শুধুমাত্র প্রিসক্রিপশন এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে, আমাদেরকে অন্য জায়গা থেকে কিংবা কোন ডাক্তার-খানা থেকে আমাদের ওষুধ কিনে নিতে হবে। এবং চিনাটোলা ব্রাঞ্চের ফিল্ড অফিসার মোঃ সাজ্জাদ হোসেনের কাছে আরোও জিজ্ঞাসা করলে জানা যায় আমাদের আশা সমিতির সদস্য ছাড়াও সকলের জন্য এই সেবাটি গ্রহণযোগ্য।