রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বিশেষ প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত ও শিশুদের উপহার দেয়াসহ নানা আয়াজনে উলিপুরে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার তিনটি চার্চে খ্রীস্টধর্মালম্বীদরে বড়দিন উৎযাপন উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বড়দিনের কেক কাটেন স্ব স্ব চার্চের ধর্ম পালক (পাস্টরগণ)।
উলিপুরে কে ডি এ বি’ চার্চের ধর্ম পালক রঞ্জীত পাহান।
এজিমিশন চার্চের
ফাদার হিসেবে দায়িত্ব পালন করেন পাস্টর মিজানুর রহমান।
ঈসায়ী চার্চের ধর্ম পালক পাস্টর জন এ সরকার।
উলিপুর উপজেলায় শতাধিক খ্রীস্টধর্মানুসারী নিয়ে ধর্ম পালক পাস্টরগণ জাঁকজমক পূর্ণ ভাবে বড়দিন উৎসব পালন করেন।
এছাড়াও বিশ্বের শান্তি কামনায় বিশেষ সভা, ধর্মীয় সংগীতানুষ্ঠান, শিশুদের বিভিন্ন উপহার দেওয়াসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সার্বক্ষাণিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন উলিপুর পুলিশ প্রশাসন ও আনসার ভিডিপি।