তুষার ইমরান, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বাধ নির্মাণ ও বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে দুইজন ঠিকাদারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সহায়তা করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২৭ ডিসেম্বর) লালপুর তেলপাম্প সংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে রবিউল ইসলাম ও সুইট নামের দুই ঠিকাদারকে যথাক্রমে ১.৫ লাখ এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় তাদের বিরুদ্ধে এই জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, “পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বাধ তৈরি ও বালু উত্তোলনের তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।”
উল্লেখ্য, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিবেশগত ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন এলাকাবাসী।