স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
স্বপ্নীল সোনার বাংলার বীর প্রসবিনী
চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলাস্থ মাইজভাণ্ডার দরবার শরীফের কিংবদন্তী মহাপুরুষ বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.)’র মহান ১০ পৌষ ৯৬ তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় মিলাদ,আলোচনা ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান রাউজান উপজেলা দক্ষিণের প্রাণকেন্দ্র নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাটস্থ অস্থায়ী কার্যালয়ে গত ২৫ ডিসেম্বর বুধবার বিকালে অনুষ্ঠিত হয়।
মাইজভাণ্ডার শরিফস্থ গাউসিয়া হক মনজিল’র সন্মানিত সাজ্জাদানশীন বহুমাত্রিক জ্ঞানের সামষ্টিক ব্যক্তিত্ব সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর অনিন্দ্য সুন্দর নির্দেশনা ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’র নিয়ন্ত্রণাধীনে পরিচালিত বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাবৃত্তি প্রকল্প, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্প, দারিদ্র বিমোচন ও আর্থিক সহায়তা প্রকল্প,মাইজভাণ্ডারী আদর্শগত গবেষণা ও প্রকাশনা প্রকল্প, আত্মোন্নয়নমূলক যুব সংগঠন,মহিলাদের আত্ম-জিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক প্রকল্প, বাইত-উল-আসফিয়া মাইজভাণ্ডারী খানকাহ্ শরিফ,সংগীত ও সংস্কৃতি চর্চা প্রকল্প,জনসেবা প্রকল্প,বার্ষিক অনুষ্ঠানসহ বহুমাত্রিক মানব কল্যাণমুখী প্রতিষ্ঠান ও কর্মযজ্ঞের অংশবিশেষ সংগঠনের কেন্দ্রীয় নির্দেশে
অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অত্যন্ত সুচারুভাবে সকলের সম্মিলিত অংশগ্রহণ,সৌষ্ঠব সহযোগিতা ও আন্তরিকতার মধ্য দিয়ে সুসম্পন্ন হওয়া উক্ত মানবিক কার্যক্রমে
উপস্থিত ছিলেন নোয়াপাড়া মাদানী মসজিদের খতিব সৈয়দ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, খাদেম মোহাম্মদ নেজাম উদ্দিন, নোয়াপাড়া ইউনিয়ন শাখার উপদেষ্টা গণমাধ্যমকর্মী লেখক নূর মোহাম্মদ, রাউজান প্রেস ক্লাবের শিক্ষা-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ সুপণ
বিশ্বাস শঙ্করেশ, সমাজসেবক মোহাম্মদ মফিজ উদ্দিন, সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আরফাত ইসলাম, অর্থ সম্পাদক হারাধন মহাজন ভুলু, মোহাম্মদ জহির আহমদ, আবদুল আহাদ, মরমীশিল্পী মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ মুছা, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আকতার হোসেন প্রমুখ।
মানবসেবামুখী উক্ত অনুষ্ঠানে
রিংকু মজুমদার,শ্রী রতন বৈদ্য,টুম্পা দাশ, খাদেম মোঃ নেজাম,মোঃ আকতার, মোঃ জহির,মোঃ ইব্রাহিম,কুনচুমা আকতার, জাহাঙ্গীর আলম,মোঃ মোরশেদ,মোঃ রফিক,মোঃ সালাউদ্দিন,মমতাজ বেগম, সৈয়দুল হক বাদশা ও ৬ জন বাস্তুহারা অসহায়দের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাইজভাণ্ডারী দর্শনে মুক্তির সপ্ত-পদ্ধতির শিক্ষাকে অন্তরে ধারণপূর্বক অন্তরের সমস্ত অজ্ঞানতা ও ধর্মীয়গুরামীকে পদদলিত করে মনস্তাত্ত্বিক ভাবে নিজেকে সত্যিকার অর্থে আলোকিত মানুষ হিসেবে গঠিত হওয়ার শিক্ষাধারনের উপর গুরুত্বারোপ করা হয়।