1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
হাক্বানিয়া আরবী একাডেমী ও হাক্কানিয়া মানব সেবার উদ্দ্যোগে শীতবস্ত্র ,শিক্ষা, স্বাস্থ্য, সাহায্য ও বয়স্কদের সংবর্ধনা প্রদান - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুর আলীনগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উত্তরায় রাজউকের বিরুদ্ধে কল্যাণ সমিতির মানববন্ধন দুই শতাধিক শীতার্ত পেলো রেড ক্রিসেন্টের কম্বল ঝিনাইগাতীতে জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন রুহুলের নেতৃত্বে ৩নং ওয়ার্ড থেকে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দান বাগমারায় মধ্যরাতে আ’লীগের তৎপরতা; জয় বাংলা স্লোগান লিখে লাপাত্তা  সীমান্তে ০১ জন আসামীসহ ২১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ০১টি মোটরসাইকেল এবং ০১টি মোবাইল ফোন আটক ধুনটে দুই হাজার দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন — বিশিষ্ট ব্যবসায়ী জি.এম সম্রাট কাজিপুরে বিভিন্ন এলাকায় মতবিনিময় করেন কনক চাঁপা লালপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হাক্বানিয়া আরবী একাডেমী ও হাক্কানিয়া মানব সেবার উদ্দ্যোগে শীতবস্ত্র ,শিক্ষা, স্বাস্থ্য, সাহায্য ও বয়স্কদের সংবর্ধনা প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

 

মোমিন আলি লস্কর জয়নগর -জয়নগর থানার জয়নগর এক নম্বর ব্লকের দক্ষিণ বারাসত অঞ্চলের পদ্মের হাট কমপ্লেক্সে হাক্বানিয়া মানব সেবার কর্ণধার হাফেজ আবুল কালাম মন্ডল ও মুক্তি আতিকুর রহমান কাসেমীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং বিশিষ্ট ব্যাক্তিবর্গ সহযোগিতায় পদ্মহাট কমপ্লেক্সে অনুষ্ঠিত হল শীতবস্ত্র বিতরণ, অসহায় ব্যাক্তিদের সাহায্য , এবং বয়স্কদের সংবর্ধনা প্রদান কর্মসূচী অনুষ্ঠান।
আর্ত মানবতার সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানটি মানবতাবাদী সমাজ সেবী জন সাধারণের সহযোগিতায়ই পরিচালিত হয়। কোন এন জিও বা ট্রাস্টের কোন সহযোগিতা মাধ্যমে পরিচালিত হয়না ।হাক্বানিয়া আরবি একাডেমী ও হাক্বানিয়া মানব সেবা কর্ণধার হাফেজ আবুল কালাম মন্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বর্তমান সমাজ ব্যবস্থায় মূল্যবোধের চরম অবক্ষয় দৃষ্টি গোচর হচ্ছে। শিক্ষা আছে সাহসের অভাব, যোগ্যতা আছে কর্মের অভাব, প্রাচুর্য আছে সদইচ্ছার অভাব প্রকট । আমাদের মূল লক্ষ্য ও স্বপ্ন পিছিয়ে পড়া অবহেলিত মানবজাতির মধ্যে সুস্থ সমাজ সংস্কৃতিবোধ জাগ্ৰত করা এবং মুমুর্ষ ও অসহায়দের সাহায্য ও সহযোগিতা করা। হাক্বানিয়া আরবী একাডেমীর কর্ণধার হাফেজ আবুল কালাম মন্ডল বলেন আমি সহহিদয় মানুষ যারা আছেন আমাদের সঙ্গে যোগাযোগ করে কিছু সাহায্য করলে আমরা আরো অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি। ক্ষুদ্র ক্ষুদ্র দান একটি মহান দানের পরিনত হয়ে দাঁড়াতে সাহায্য করতে সাহায্য করবে।তাই সমস্ত আর্থিক দিক থেকে উন্নত সম্প্রদায় মানুষ কে এই রকম সমাজ সেবা কাজে সঙ্গে যুক্ত হওয়া জন্য আমার পক্ষথেকে অনুরোধ রাখলাম।হাক্বানিয়া আরবী একাডেমীর উদ্দেশ্যে কোরান থেকে পিছিয়ে পড়া ছোট ও বড়োদের কোরান শেখার আলোতে আনার চেষ্টা করেছি । পদ্মের হাট তাবলীগ গুল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আবদুল রহিম একটি বিশেষ আরবী শব্দের প্রকাশ করে বলেছেন আমাদের সমাজে যে সমস্ত অন্যায় অত্যাচার অবিচার হয়ে আসছে আমাদের ইসলাম সরিয়তে বলা হয়েছে,যদি শক্তি থাকে তাহলে হাতের দ্বারায় প্রতিবাদ করো।যদি শক্তি না থাকে তাহলে মুখের কথার দ্বারায় প্রতিবাদ করা,কথার দ্বারায় না হলে অন্তত থেকে ঘৃনা করতে হবে। কিন্তু আমরা সেই সমস্ত লোক জনের সঙ্গে মিলেমিশে করছি ,আমরা আল্লাহর সংবিধান থেকে সরে আসছি ।আমি অনুরোধ করবো আমরা আলেমসমাজ তথা সকল ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ জনকে আমি বলবো আমাদের সমাজের যে সমস্ত অন্যায়, অত্যাচার,কাজ চলছে তার বিরোধী চলছে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে রুখে জানানো।এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবিক শৈলেন হালদার বলে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুবই আনন্দিত হয়েছি।আমি যে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কত খুশি হয়েছি তাহা ভাষায় প্রকাশ করতে পারছিনা।
হাক্কানিয়া আরবি একাডেমী ও হাক্কানিয়া মানব সেবার উদ্যোগে গরিব অসহায় ব্যক্তিদের খাদ্য সামগ্রী বিতরণ, গরিব মুমূর্ষ ব্যক্তিদের আর্থিক সাহায্য ও বয়স্কদের সংবর্ধনা করা হয়, মোট ৬০০ জনের সাহায্য দেওয়া হয় এদিনে । সকাল ন’টা থেকে শুরু হয় এই অনুষ্ঠান, কেরাত, নাতে রাসুল, মুকালামা মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান,
হাক্বানিয়া মানব সেবা ও হাক্বানিয়া আরবী একাডেমী পক্ষথেকে পদ্মের হাট হালকার যে সমস্ত মক্তব হাফেজ আবুল কালাম মন্ডলের দ্বারা পরিচালিত হতো তাদের কে এই অনুষ্ঠানে উপস্থিত করেছেন এবং দুপুরে খাওয়ার দাওয়ার ব্যাবস্থা করেছিলেন সবাইকে।হাক্বানিয়া আরবী একাডেমী ও হাক্বানিয়া মানব সেবার কর্নধার বিশিষ্ট সমাজ সেবিক হাফেজ আবুল কালাম মন্ডল নিজে হাতে সমস্ত মক্তব ছাত্র-ছাত্রীদের এবং আমন্ত্রিত অতিথিদের দুপুরে খাদ্য খাওয়ালেন ।এই রকম প্রতিভা দেখে সবাই হাক্বানিয়া আরবী একাডেমীর কর্ণধার হাফেজ আবুল কালাম মন্ডল কে সাধুবাদ জানলেন।বিশিষ্ট সমাজ সেবিক জয়প্রকাশ দাস দুঃস্থ অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দিলেন, জয়নগর থানার পুলিশ আধিকারিক সোমনাথ সিকদার হাক্বানিয়া আরবী একাডেমী পক্ষথেকে অসহায় একজন কন্যদায় ভদ্রমহিলার হাতে বিবাহের আসন পত্র অর্থাৎ হাঁড়ি বাসন বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে তুলে দিলেন।পদ্মের হাট তাবলীগ গুল মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল রহিম তিনি হাক্বানিয়া আরবী একাডেমীর পক্ষথেকে আর্থিক অস্থল অসহায় দরিদ্র এক ব্যাক্তির হাতে কিছু অর্থ তুলে দিলেন চিকিৎসার জন্য
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জয়প্রকাশ দাস শৈলেন হালদার, জয়নগর থানার পুলিশ আধিকারিক সোমনাথ শিকদার, মুকতি ফিরোজ সাহেব, সমাজসেবী আকরাম হোসেন সরদার, সম্পাদক হাফেজ আবুল কালাম সাহেব, সভাপতি মুক্তি আতিকুর রহমান, হাফেজ আবুল রহিম , মুক্তি হাবিবুর রহমান সরদার ও একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ গন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি