1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
তেঁতুলিয়ার বেসরকারি সংস্থা শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুর আলীনগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উত্তরায় রাজউকের বিরুদ্ধে কল্যাণ সমিতির মানববন্ধন দুই শতাধিক শীতার্ত পেলো রেড ক্রিসেন্টের কম্বল ঝিনাইগাতীতে জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন রুহুলের নেতৃত্বে ৩নং ওয়ার্ড থেকে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দান বাগমারায় মধ্যরাতে আ’লীগের তৎপরতা; জয় বাংলা স্লোগান লিখে লাপাত্তা  সীমান্তে ০১ জন আসামীসহ ২১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ০১টি মোটরসাইকেল এবং ০১টি মোবাইল ফোন আটক ধুনটে দুই হাজার দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন — বিশিষ্ট ব্যবসায়ী জি.এম সম্রাট কাজিপুরে বিভিন্ন এলাকায় মতবিনিময় করেন কনক চাঁপা লালপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

তেঁতুলিয়ার বেসরকারি সংস্থা শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

মোঃ খাদেমুল ইসলাম,
পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড় তেঁতুলিয়ায় শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্রসহ, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরন করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মাথাফাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজিজনগড় ব্রাইটষ্টার পাঠাগারের সহযোগীতায় উপজেলার ১৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২ শ’ ১৭ জন ক্ষুদে শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ উপহার দেয়া হয়।

প্রধান শিক্ষক আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায় ব্রাইটষ্টার পাঠাগারের সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের রংপুর বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিশুস্বর্গ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ। পরে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, ম্যানেজিং ডিরেক্টর এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি. জাকির হোসেন, ডিরেক্টর, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি. মোহাম্মদ মণ্জু মোল্লা, এফসিএ ডিরেক্টর, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি. অঞ্জন মল্লিক। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবীর, উপজেলা বিএনপি আহব্বায়ক শাহাদৎ হোসেন রণ্জু, সদস্য সচিব রেজাউল করিম শাহিন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাঈদ মিঞা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া ও প্রধান শিক্ষক শিরিন সুলতানা।

শীত আনন্দ উৎসবে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে শিশুস্বর্গ ফাউন্ডেশন। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিশুস্বর্গ ২০১০ সাল থেকেই উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার অবহেলিত শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করছে। প্রতি বছর শিশুদের শিক্ষাবৃত্তি, শীতবস্ত্র, ঈদবস্ত্রসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি