1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নওগাঁ জেলা সংসদের ৯ম জেলা সম্মেলন অনুষ্ঠিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চগড়ে বাসচাপায় থেকে ছিটকে পড়ে এনজিওকর্মীর মৃত্যু শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গাড়ী চালিয়ে দেয়া সেই ড়্রাইভার সহ গ্রেফতার -২ কালের বিবর্তনে বিলুপ্তির পথে লাঙ্গল-জোয়াল ও গরু দিয়ে হালচাষ পঞ্চগড় ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরসহ একজন আটক ধামইরহাট সীমান্ত অতিক্রমের সময় বিজিবির হাতে দালাল ও অনুপ্রবেশকারী গ্রেফতার ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে ৭জনক আটক তেঁতুলিয়ায় আল গালিব যাত্রীবাহী বাস থেকে ৫৫ লাখ টাকার কোকেন-হেরোইন জব্দ কুয়াশায় মোড়ানো শরিষা ফুলের ক্ষেত: শীত সকালের এক অপরূপ সৌন্দর্য চাকুরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ যুক্তরাজ্যের উদ্দেশ্যে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নওগাঁ জেলা সংসদের ৯ম জেলা সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

 

সাইফুল ওয়াদুদ,নওগাঁ থেকেঃ

অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নওগাঁ জেলা সংসদের ৯ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ শনিবার এই সম্মেলন উপলক্ষে নওগাঁ জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, মুক্তির মোড় হইতে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র‍্যালি বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি সকাল ১১ টা ২০ মিনিট হইতে আরম্ভ হয়ে  দুপুর ১২:২০ মিনিট পর্যন্ত একটানা এক ঘন্টা ব্যাপী শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে খাস নওগাঁয় অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারের মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। এর আগে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় সকাল ১০টার সময় জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম। সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মানবাধিকার কর্মী রোটারিয়ান চন্দন কুমার দেব উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নওগাঁ জেলা শাখার সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির চেয়ারম্যান অধ্যাপক আতাউল হক সিদ্দিকী। সভাপতির বক্তব্যে তিনি সম্মেলনের সফলতা কামনা করেন। আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি উৎপল সাহা, সংগঠনটির উপদেষ্টা ও বাম প্রগতিশীল রাজনীতিবিদ অ্যাডভোকেট মহসিন রেজা সহ প্রমুখ ব্যক্তিবর্গ। শোভাযাত্রা শেষে সংগঠনটির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় দুপুর একটায় শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারের দ্বিতীয় তলার হলরুমে। অতঃপর বিকাল ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, মুক্তির মোড়, নওগাঁয়। সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্যে বলেন, গণসংস্কৃতি আন্দোলনের উত্তরাধিকার বহন করে স্বদেশ ও বিশ্বের নিপীড়িত, শোষিত মানুষের মুক্তি সাধনে নিবেদিত এক অনন্য সাংস্কৃতিক সংগঠনের নাম বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচী বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি, মুক্তচিন্তা, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায়, ২৪’র জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে বৈষম্যহীন সমতাভিত্তিক গণতন্ত্র, মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার কার্যক্রমকে ত্বরান্বিত ও সম্প্রসারিত করার লক্ষ্যে “আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নওগাঁ জেলা সংসদের অনুষ্ঠানটির আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি