মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নির্দেশে এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন গলগন্ডা বেড়িবাঁধ এলাকা হতে ৫ জানুয়ারী বিকাল ৫ টায় ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালাউদ্দিন বাবু (২৫) ও আকরাম হোসেন (২২)কে গ্রেফতার করেছেন।
ডিবি পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারীর সঙ্গে জড়িত আছে।এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।
অপর এক অভিযানে এসআই রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে তারাকান্দা থানাধীন গাছতলা বাজারের রাস্তার উপর হতে ২ জানুয়ারি রাত ১০ টায় ০২ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ সাইদ (৪৫) ও সত্য রঞ্জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারীর
সঙ্গে জড়িত। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে ১টি মাদক মামলা আছে।
উদ্ধারকৃত ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৪ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল ও তারাকান্দা থানায় মামলা দায়ের করে আসামীদেরকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।