1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ঝালকাঠিতে এক মোবাইল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্সে ডাকাতি চট্টগ্রাম সিটিতে বিভিন্ন হোটেলে ফাঙ্গাস যুক্ত মাংস সংরক্ষণ হোটেল জামানকে জরিমানা তিন দফা: শহীদ মিনারে অবস্থান বিডিআর সদস্যদের রুপসী দেবহাটা ম্যানগ্রোভ মনোমুগ্ধকর বিনোদন পর্যটন কেন্দ্র ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার বোয়ালখালী উপজেলা ও পৌরসভা শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত সওজের প্রকৌশলী মো : শাহে আরেফীনকে বরখাস্তের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নবান্ন অভিযান করেন শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে প্রশ্ন ভারতীয় হাইকমিশনারের নীলফামারী জেলায় ছাত্র অধিকার পরিষদের ২০২৫ সালের কমিটি গঠন

ঝালকাঠিতে এক মোবাইল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

 

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির সদর উপজেলার বাউকাঠি বাজারের সুবেদ হাওলাদার (২৮) নামে এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান।
নিহত ব্যবসায়ী সুবেদ হাওলাদার (২৮) উপজেলার বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে।দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।
স্থানীয় বাউকাঠি বাজারে তিনি একটি মোবাইলের দোকান চালাতেন।ছেলেকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন মা-বাবা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে সুদেব বাউকাঠি বাজারে তার মোবাইলের দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দেন। পথে রামপুর জোড়াপোল এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহতের মা শেফালী রানী হালদার জানান, সোমবার (৬ জানুয়ারি) রাত ১০টার পর সদর উপজেলার বাউকাঠি বাজারে নিজের মোবাইল ফোনের সরঞ্জাম ও সার্ভিসিংয়ের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন যুবক সুদেব হালদার। কিন্তু রাতে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করা হয়। তিনি বলেন, আমার ছেলে কারো সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, কোনো অন্যায় করেনি। কেন আমার ছেলেকে হত্যা করা হলো। আমি এর বিচার চাই।
এলাকায় ছেলের সাথে কারও শত্রুতা নেই জানিয়ে কান্নায় হাউমাউ করে কেঁদে ওঠেন মা শেফালী বেগম। নিহত যুবকের বৃদ্ধ মা-বাবা ও পরিবারের সদস্যদের কান্নায় এসময় পুরো এলাকা ভারী হয়ে উঠে।এলাকাবাসী এ হত্যাকাণ্ডে হতবাক।
নিহত সুদেবের বড় ভাই সুকেশ হালদার বলেন, কয়দিন আগে মোবাইল সারা নিয়ে একটি পক্ষের সাথে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে একারণেই আমার ভাইকে হত্যা করা হতে পারে। যারা আমার ভাইকে হত্যা করছে আমি তাদের ফাঁসি চাই।
ঘটনার বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, সোমবার রাত ১২টার দিকে সুদেব বাউকাঠি বাজারের দোকান বন্ধ করে বাড়ির দিকে রওয়ানা হয়েছিলেন। কিন্তু পরে তিনি আর বাড়ি ফিরেন নি। পরিবারের সদস্যরাও তার খোঁজ পাচ্ছিল না।স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
ওসি বলেন, নিহতের মাথায় কোপের আঘাত দেখা গেছে। ধারনা করা হচ্ছে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ‘মাথায় কোপের আঘাত দেখা গেছে। গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। গতকাল সোমবার রাতের যেকোনো সময় তাকে হত্যা করা হয়েছে।’
সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

সামীর আল মাহমুদ
ঝালকাঠি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি