1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
নেছারাবাদে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

নেছারাবাদে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম,পিরোজপুর প্রতিনিধি :
“পুলিশই জনতা জনতাই পুলিশ”এ প্রতিবাদ্যে পিরোজপুরে নেছারাবাদ থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার সকালে ওই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল সাবিহা মেহবুবা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নেছারাবাদ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন তালুকদার, বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন ফকির, স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান, যুগ্ম আহবায় ওয়াহিদুজ্জামান মানিক, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক কাজী তৌহিদুল ইসলাম, জামাতে ইসলাম স্বরূপকাঠি পৌর শাখার সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি,কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা, মাদক বিরোধী,,
নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন, পুলিশ জনগণের সেবক হয় সব সময় পাশে থেকে কাজ করছেন এবং করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি