স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলাদেশে প্রবর্তিত বিশ্বসমাদৃত ত্বরিকা-ই মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আজম হযরত শাহসুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)’র ১১৯তম বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে সপ্তদশ শিশু কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। নগরীর নাসিরাবাদসরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দশ হাজার শিশু কিশোর এবং তাদের অভিভাবকরা অংশগ্রহণ করবেন। সকালে দিনব্যাপী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে নাতে রাসূল, দেশত্ববোধক গান, মাইজভাণ্ডারী গান,কাওয়ালী, রবীন্দ্র ও নজরুল সংগীত, মুখাভিনয়, যাদু, কবিতা, বিজ্ঞান মেলা, আইডিয়া হান্ট, পিঠা উৎসব, হস্তশিল্প, ফটোগ্রাফি, ভিডিও কনটেন্ট, পাখি মেলা, বৃক্ষ পরিচিতি, গুণীদের কথামালা, অনুবীক্ষণ যন্ত্র চর্চা ও পুরস্কার বিতরণী।
এবার ২৫টি স্টলে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান গ্রহণ করবেন। অনুষ্ঠানে প্রতিটি পর্বে অংশগ্রহণের জন্য সকলকে সপ্তদশ শিশু কিশোর সমাবেশ পরিচালনা পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ১৯ ইভেন্টে সপ্তদশ শিশু কিশোর সমাবেশের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।