1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বাজার উন্নয়ন কাজ না করেই বিল তুলে নিয়েছে ঠিকাদার - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
সংবিধান বিতর্ক ও কাঙ্ক্ষিত বাংলাদেশ- মোঃ আসাদুজ্জামান রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন ময়মনসিংহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা সম্মেলন অনুষ্ঠিত প্রথমবারের মত থানচি প্রেসক্লাবের মরণোত্তর গুণীজনদের সংবর্ধনা প্রদান: গোপালগঞ্জের বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন চন্দ্রকোনার জাড়া গ্রামে সখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে, পুকুরে জলে তলিয়ে গেল যুবক উখিয়ায় ট্রাক ও বাইকের সং*ঘ*র্ষে নি*হ*ত ১ আ*হ*ত ২ নাগেশ্বরীতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার শাহজাদপুরে বাঘাবাড়ি মিল্ক ভিটার নতুন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

বাজার উন্নয়ন কাজ না করেই বিল তুলে নিয়েছে ঠিকাদার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার

পিরোজপুরের নাজিরপুরের দীর্ঘা বাজার উন্নয়নের কাজ দীর্ঘ দিন পড়ে আছে কিন্তু ঠিকাদার কাজ না করে বিল হাতিয়ে নিয়েছেন। নাজিরপুরের মাহামুদকান্দা এলাকার এস এস এন্টারপ্রাইজ (প্রোপাইটর সাইফুল ইসলাম) নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ হলেও কাজটি করছেন পিরোজপুর শহরের জাহিদুল ইসলাম নামের এক ঠিকাদার। যিনি নিজেকে সাবেক এমপি ও মন্ত্রী.ম রেজাউল করিমের ভাগ্নে বলে পরিচয় দিতেন। তবে শ.ম রেজাউল করিমের এক ঘনিষ্ঠজন জানিয়েছে জাহিদুল ইসলাম নামে তার কোন ভাগ্নে নেই।
জানা গেছে, পিরোজপুর এলজিইডির তত্বাবধায়নে নাজিরপুর উপজেলার দীর্ঘা বাজার উন্নয়নের জন্য পিরোজপুর উন্নয়ন প্রকল্পে ২০২৩ সালে দরপত্রের আহবান করা হয়। এস এস এন্টারপ্রাইজ ১ কোটি ১৮ লক্ষ ৭৬ হাজার টাকায় কাজটি পায়। ২০২৩ সালের ১৩ এপ্রিল কাজটি শুরু ও ২০২৪ সালের ১২ এপ্রিল শেষ হওয়ার কথা। কাজের মধ্যে রয়েছে দীর্ঘা বাজারের রাস্তা,টিউবয়েল,টলঘর ও বাজারের ঘাটলা নির্মান।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে ঠিকাদারী প্রতিষ্ঠান শুধুমাত্র একটি নলকুপ বসিয়েছে আর অল্পকিছু পাথর এনে রেখেছে। পিরোজপুর এলজিইডি সূত্রে জানা গেছে ইতোমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান ৮৩ লক্ষ ৮৩ হাজার টাকা উত্তোলন করে নিয়েছেন। কাজের অগ্রগতি মাত্র ৫ ভাগ। নাজিরপুরের সাবেক উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া ও পিরোজপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার এ বিল পরিশোধ করেছেন।
এবিষয়ে দীর্ঘা বাজার কমিটির সভাপতি আশিষ চঁন্দ্র হালদার জানান, দীর্ঘ দিন ধরে বাজার উন্নয়নের কাজ ফেলে রাখায় জনদূর্ভোগের শেষ নেই, রাস্তার ইট তুলে ফেলে রেখেছে, ফলে বালু উড়ে দোকানের ভিতরে যাচ্ছে এতে দোকানের মালামাল নষ্ট হচ্ছে। এক পশে একটি টিউবয়েল বসিয়েছে তার ফ্লোর পাকা করেনি ফলে স্যাঁতসেতে হয়ে গেছে। পানিও পান করা যায় না, এখানের পানি পান করে অনেকেই পানিবাহীত রোগে আক্রান্ত হচ্ছে। কর্তৃপক্ষের নিকট আবেদন যাতে অতিদ্রুত এ বাজার উন্নয়নের কাজ শেষ হয়, যাতে জনগূর্ভোগের লাঘব ঘটে।
এবিষয়ে দীর্ঘা ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন দেউড়ী বলেন, আমরা পরিষদ থেকে বাজারের ভিতরের রাস্তায় ইট সলিং করেছিলাম, প্রায় ১ বছর হয়েছে সেই রাস্তার ইট তুলে ফেলে রাখছে, মানুষের উপকারের বদলে ভোগান্তি হচ্ছে। কোন কাজই করছে না শুধু একটি ডিপ টিউবয়েল স্থাপন করেছে তার কাজও অসমাপ্ত রয়েছে। অতিদ্রুত এ বাজার উন্নয়ের কাজ শেষ করা দরকার। বাজারের ব্যবসায়ী ও এলাকার বাসিন্দা দিলিপ কুমার জানান, জাহিদুল ইসলাম নামের এক ঠিকাদার এ কাজটি শুরু করে ফেলে রাখছে।
নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আবু হাসান খান বলেন, এই জাহিদুল ইসলাম নাজিরপুরের উন্নয়নের ১২ টা বাজিয়ে দিয়েছে, প্রায় কাজেরই বিল নিয়েছে,কাজ করেনি, এরা দেশের শত্রু,জণগনের শত্রু জাতির শত্রু,এদের আইনের আওতায় এনে কঠোর বিচার দাবী করছি,এবং ভবিষ্যতে এরা যেন নতুন কোন কাজে অংশগ্রহন করতে না পারে, এদের লাইসেন্স বাতিল করার জোড় দাবী জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রনজিৎ দে জানান, সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার দীর্ঘা বাজার উন্নয়ন কাজের বিল পরিশোধ করেছেন।
এবিষ‌য়ে ঠিকাদার জাহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম‌কে ক‌য়েকবার ফো‌নে ও ক্ষুদে বার্তা মাধ্যমে যোগা‌যোগ করার চেষ্টা করা হ‌লে কোন উত্তর পাওয়া যায় নাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি