মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
পৌষের দুপুরে মিষ্টি রোদে ঝলমল করা সরিষা ফুলের নয়াভিরাম সৌন্দর্য ছড়িয়ে পড়ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে চোখ জুড়ানো হলুদের মেলা প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সাজে।মাঠের পর মাঠ যেন শুধু সরষে ফুলের হলুদ হাঁসিতে রাঙিয়ে দিয়েছে পুরো উপজেলাকে।
গ্রামীন এ অপরুপ সৌন্দর্যের সরিষা ক্ষেতে ছবি তুলতে দলবেঁধে ছুটে আসছে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী ,তরুন-তরুণীরা,শিশু- কিশোর সহ এমনকি সকল বয়সের নারী পুরুষ । নিজেদের পছন্দমত ছবি তুলে কেউবা শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঘুরতে আসা দর্শনার্থীরা জানান,অন্যান্য বছরের মতোও এবছর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় সরিষা চাষ করা হয়েছে।তবে মাঠের পর মাঠ জুড়ে এত হলুদের সমারোহ ও নয়নাভিরাম দৃশ্য গত বছর গুলোতে দেখতে পাওয়া যায় নাই।এছাড়াও অনেকে ঘুরতে এসে অপার সৌন্দর্যে ছবি উঠে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ছেড়ে দেওয়ায় পরিচিতি ও সৌন্দর্য মানুষের মনকে হরন করে নিয়েছে। তাইতো এখানে ছুটে আসা।
এদিকে সরিষা চাষিরা জানান,আমরা এবার পরেছি বিপাকে।সকাল থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের মানুষেরা ছবি ওঠার জন্য ভীর করছে সরিষা খেতে। এতে করে আমাদের ক্ষতির মাত্রা বেড়েই চলছে।তাই সরিষা খেতে ঘুরতে আসা সকলকে বিবেক বিবেচনা করে ছবি তুলতে অনুরোধ করেন তারা।