আজিজুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও স্বরুপকাঠী পৌরসভারসভার ৩ ও ৪ নং ওয়ার্ড জাতীয়তাবাদি শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ৮ টায় স্বরুপকাঠী পৌরসভার ৩ নং ওয়ার্ডের মধ্য জগন্নাথকাঠী মাটিয়া মসজিদের সামনে ওই সভা অনুষ্ঠিত হয়।
স্বরুপকাঠী পৌর শ্রমিক দলের আহবায়ক শফিকুল ইসলাম সান্টুর সভাপতিত্বে ও স্বরুপকাঠী পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শামিম মৃধার সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: নাসির উদ্দীন তালুকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী আনিসুজ্জামান, মো: সেলিম কবির, মো: এনামুল ইসলাম খোকন,মো: জিয়াউদ্দিন মালেক,উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: সেলিম মিয়া, যুগ্ম আহবায়ক কাজী ছায়েম,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বরুপকাঠী পৌর শ্রমিক দলের সদস্য সচিব মো: রাসেল খান,আলোচনা সভায় বক্তারা সকল বেধাবেদ ভুলে দেশ ও দলের সার্থে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান।