1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
কৃষিজমির টপসয়েল ও পাহাড় কেটে নিয়ে যাচ্ছে মাটি ও বালু খেকো ঘুমিয়ে আছে সাতকানিয়া উপজেলা প্রশাসন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বন্দর নগরী টেকেরহাটে উদ্বোধন হলো বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী শেখ স্মৃতি ফাউন্ডেশন তাহিরপুর ফসলরক্ষা বাঁধে স্লুইচগেট নির্মান হলেও সুইজ নেই,দূর্ভোগ সমাধানে মানববন্ধন শেরপুরের ঝিনাইগাতীতে বালু ভর্তি গাড়ী উল্টে চালকের মৃত্যু বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরী কে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি এবং রমনা থানা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চাই জগন্নাথপুরে কলকলিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন জমিয়তের অভিষেখ অনুষ্ঠানে লন্ডন প্রবাসী মুখলিছ চৌধুরীকে শোডাউন দিয়ে বরণ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তরের সভাপতি আবু সুফিয়ান সেক্রেটারি রাকিব গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী নি*হ*ত হয়েছে কালীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে বিএনপির কম্বল বিতরণ ঠাকুরগাঁও এর রাণীশংকৈলে ভাঙচুর-মারামারিতে হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠান পণ্ড

কৃষিজমির টপসয়েল ও পাহাড় কেটে নিয়ে যাচ্ছে মাটি ও বালু খেকো ঘুমিয়ে আছে সাতকানিয়া উপজেলা প্রশাসন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম

সাতকানিয়া উপজেলার শতাধিক ইট ভাটা সচল রাখতে রাতের আঁধারে অবাধে কেটে নেয়া হচ্ছে কৃষি জমির টপ সয়েল ঘুমিয়ে আছে সাতকানিয়া উপজেলা প্রশাসন । ফলে উর্বরতা হারিয়ে জমিগুলো অনাবাদি জমিতে রুপান্তরিত হচ্ছে। সেই সাথে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে পুরো রাতজুড়ে অব্যাহত রয়েছে মাটি খেকোদের তান্ডব। রাতের প্রথম প্রহর থেকে ভোরের আলো ফুটবার পূর্ব মুহুর্ত পর্যন্ত ফসলি জমির টপসয়েল কেটে ইট ভাটায় বিক্রি করছে মাটি খেকোরা। বিশেষজ্ঞরা জানান, জমির ওপরের অংশ বা টপ সয়েল ফসল উৎপাদনের জন্য উপযোগী মাটি। এই টপ সয়েল একবার কেটে নিলে তা পূরণ হতে সময় লাগে ১৫ থেকে ২০ বছর। ফলে অনাবাদি হচ্ছে একরের পর একর কৃষিজমি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুসারে কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কাটলে অথবা অনুমোদন ছাড়া নদী বা হাওর ও চরাঞ্চল থেকে মাটি কাটা হলে দুই বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। এ আইন বলবৎ থাকলেও প্রশাসন এ ব্যাপারে কোনো কার্যকর ভূমিকা কিংবা মাটিখেকোদের বিরুদ্ধে উল্লেখ করার মত কোনো ব্যবস্থা নিচ্ছে না। মাঝে মধ্যে কিছু কিছু অভিযান পরিচালনা করলেও পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। থামানো যাচ্ছেনা মাটি খেকোদের অপতৎপরতা।মাটি খেকো সিন্ডিকেটের খপ্পরে পড়ে জমির মালিকরা সামান্য টাকার লোভে নিজেদের ফসলি জমির মাটি বিক্রি করে দিচ্ছে। স্থানীয়রা জানান, প্রতিবছর আমন ধান কাটার পর থেকে বর্ষাকাল শুরু হওয়ার আগ পর্যন্ত এক শ্রেণীর অসাধু মাটি ব্যবসায়ী গরিব কৃষক ও জমির মালিকদের টাকার লোভ দেখিয়ে আবাদি জমির মাটি কিনে নেয়। জমির মালিকরা টপ সয়েল বিক্রির কুফল সম্পর্কে না জানার কারণে ভবিষ্যতের কথা চিন্তা না করেই নামমাত্র মূল্যে মাটি বিক্রি করে থাকেন। প্রতি বছর বিশেষ করে ইটভাটার মৌসুম শুরু হওয়ার পর স্থানীয় প্রভাবশালী একটি চক্র মাটি ব্যবসায়ীদের সাথে সিন্ডিকেট করে জমির মালিকদের ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে মাটি বিক্রি করতে বাধ্য করেন বলেও বিভিন্ন অভিযোগ রয়েছে। সরেজমিন দেখা যায়, সাতকানিয়া উপজেলার কেওঁচিয়া, ঢেমশা, ছদাহা, ধর্মপুর, বাজালিয়া, নলুয়া, খাগরিয়া, মাদার্শা, সাতকানিয়া সদর, এওচিয়া এলাকার আবাদযোগ্য কৃষি জমিগুলো থেকে রাতের আঁধারে স্কেভেটর দিয়ে মাটি কেটে প্রতিদিন শত শত ড্যাম্পার ট্রাকে করে উপজেলার বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ইটভাটা থাকায় এখানে মাটির চাহিদাও বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাটি ব্যবসায়ী জানান, ইটভাটার মালিকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তারা মাটির ব্যবসা করেন। ভাটার দূরত্ব অনুযায়ী পরিবহন খরচের ওপর কম-বেশি হয়ে থাকে মাটির দাম। এর মধ্যে ইট তৈরির উপযোগী ও ভাটার কাছাকাছি জমির মাটির দাম তুলনামূলক বেশি। এখানকার বেশির ভাগ মাটি ইটভাটায় ব্যবহৃত হয়। প্রতিবছর ইটভাটার মৌসুম শুরু হওয়ার সাথে সাথে আবাদকৃত কৃষি জমিগুলোর মাটি কেটে নিয়ে যাওয়া হয় স্থানীয় ইটভাটায়। এভাবে মাটিগুলো ইটভাটায় এনে পাহাড় সমান উঁচু ঢিবি করে রাখা হয়। এভাবেই প্রতিবছর উর্বর কৃষি জমিগুলোর মাটি কেটে নেয়ার ফলে সাতকানিয়ায় দিন দিন হ্রাস পাচ্ছে আবাদি কৃষি জমির পরিমাণ। এভাবেই ইতোমধ্যে শত শত একর কৃষিজমি বছরের পর বছর অনাবাদি হয়ে পড়ে রয়েছে। উপজেলার কয়েকজন জমির মালিক জানান, তাদের পার্শ্ববর্তী জমির মালিক মাটি বিক্রি করে দিয়েছে। এতে মাটি ব্যবসায়ীরা জমিগুলো থেকে ১০-১৫ ফুট কিংবা তার চেয়েও বেশি গভীর করে মাটি কেটে নিয়ে যাওয়ায় তাদের জমিগুলো চাষাবাদের জন্য নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে বাধ্য হয়েই নিজেদের জমির মাটিও তাদেরকে বিক্রি করে দিতে হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ফসল উৎপাদনের জন্য মাটির যে গুণাগুণ থাকা দরকার তার সবটুকুই থাকে জমির টপ সয়েলে। এই টপ সয়েল কেটে নিয়ে গেলে তা পূরণ হতে কয়েক বছর সময় লেগে যায়। ফলে অনাবাদি হচ্ছে একরের পর একর কৃষিজমি। এসব থামানো না পেলে দিনে দিনে ফসলি জমির পরিমাণ কমতেই থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি