স্টাফ রিপোর্টার মেহেরুল ইসলাম মোহন
নাটোরের মহাশ্মশান মন্দির প্রাঙ্গণে তরুণ দাসের হত্যা মামলার রহস্য উদঘাটন করে সংবাদ সম্মেলন করেছেন নাটোর জেলার পুলিশ সুপার।শুক্রবার(১০ জানুয়ারি-২৫)বেলা ১১ টার দিকে নাটোর বড়হরিশপুর মহাশ্মশান প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাটোর জেলার পুলিশ সুপার মারুফাত হুসাইন সংবাদ কর্মীদের মাঝে উক্ত ঘটনার রহস্য উদঘাটন করেন।
এ সময় পুলিশ সুপার সংবাদ কর্মীদের মাঝে বলেন,তরুণ দাসের হত্যার ঘটনায় নাটোর থানার মামলা নং-২৫, তারিখ ২১/১২/২০২৪ খ্রি.ধারা-৩০২/৩৯২/৩৪ পেনাল কোড মামলার রহস্য উদঘাটনসহ ০৬ জন আসামী গ্রেফতার করা হয়েছ।আসামীরা তাদের দোষ স্বীকার করে।নাটোর জেলার পুলিশ সুপার মারুফাত হুসাইন এর সার্বিক দিক-নির্দেশনায় নাটোর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপারের যথাযথ তত্ত্বাবধানে নাটোর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে নাটোর থানার অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত একাধিক চৌকস টিম হত্যার ঘটনার সাথে জড়িত মূল পরিকল্পনাকারী সবুজ হোসেন(২৪), সাং-বড়হরিশপুর, থানা ও জেলা-নাটোরকে গত-০৯-০১-২০২৪ খ্রি. চট্টগ্রাম থেকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্য মতে উক্ত ঘটনার সাথে জড়িত আরো ০৫ জন আসামীকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে, গ্রেফতারকৃত আসামীরা পুলিশের নিকট জানায় যে,সে সহ অন্যান্যরা মহাশ্মশান কালী মন্দিরে চুরি করতে গেলে উক্ত মন্দিরে উপস্থিত তরুন চন্দ্র দাস সে সময় তাদেরকে দেখে ফেলে এবং তারা তরুণ চন্দ্র দাসের হাত-পা ও মুখ বেঁধে পালিয়ে গেলে পরবর্তীতে তরুণ দাস কে মৃত অবস্থায় পাওয়া যায়।