মোঃ বেলাল হোসেন, চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়ার অন্যতম দরবার আমির ভাণ্ডার, দরবার – এ নুরে আমির মঞ্জিল এ –
আশেকানে শাহ সোলায়মান নুরে আমির কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় , আগামী ১ মাঘ, ১৫ জানুয়ারি রোজ বুধবার গাউসূল আজম মাইজভাণ্ডারী (ক.) র খোশরোজ শরীফ এবং হযরত আমিরুল আউলিয়া শাহসূফী সৈয়দ আমিরুজ্জামান শাহ (ক.) র ১৩৯ তম বেলায়েত বার্ষিক ওরশ মোবারক দরবার এ নুরে আমির মঞ্জিল
হুজরাতে মহাসমারোহে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত ওরশ মোবারকে সকলের প্রতি ঈমানী দাওয়াত রইল।
আমির ভাণ্ডার দরবার এ নুরে আমির মঞ্জিল এর শাহজাদা এস এম আমান উল্লাহ আমিরী বলেন,
আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসুলাল্লাহ ﷺ , পটিয়ার অন্যতম দরবার শরীফ আমির ভাণ্ডার দরবার শরীফের মহান বার্ষিক ওরশ মোবারক দরবার এ নুরে আমির মঞ্জিল এ মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এই মহান বেলায়েত ওরশ মোবারকে সকলের প্রতি ঈমানী দাওয়াত রইল।
গোলামে আমির
এস এম আমান উল্লাহ আমিরী
শাহজাদা দরবার এ নুরে আমির মঞ্জিল।
আশেকানে শাহ সোলায়মান নুরে আমির কেন্দ্রীয় পরিষদ।
দরবারে নুরে আমির মঞ্জিল ,
তালতলা চৌকি, পটিয়া, চট্টগ্রাম।