মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে তিনটি মামলায় ১ লক্ষ ৯৫ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আর্থিক জরিমানা আদায় করেন।
জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করছে একটি অসাধু মাটি চক্র। এমন সংবাদের প্রেক্ষিতে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদের নির্দেশে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মাটি কাটায় জড়িত ব্যক্তিদের আটক করে। আটককৃতরা হলেন বাহাদুরসাদী দক্ষিণবাগ গ্রামের মাহফুজ ও রাব্বি, ঢাকার ধামরাইলের হাসেম, রবিন ও রাজু। মাটি সরবরাহ ৬টি ড্রাম ট্রাক উপজেলা নিয়ে আসেন পুলিশ। আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়। দুপুরে তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর ১ ধারা তিনটি মামলা দায়ে করা হয়। প্রত্যেককে ৬৫ হাজার টাকা করে অর্থদ্ন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন, কৃষি জমি থেকে মাটি কাটা নিষেধ। কৃষি জমি বিনষ্ট করা যাবে না। যারা অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে, এবং আমাদের ফসলী জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান অব্যহত থাকবে।