মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসব মুখর পরিবেশে কলকলিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ আলী হোসেন নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলকলিয়া বাজার বনিক সমিতির অস্থায়ী কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে প্রধান নিবার্চন কমিশনার কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোঃ আলী হোসেন আনারস প্রতীকে ১২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী হারুনুর রশিদ হারুন ছাতা প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট। অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহসভাপতি পদে দিলোয়ার হোসেন, সাধারন সম্পাদক পদে ফখরুল ইসলাম,সহসাধারন সম্পাদক ডাক্তার মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে মুনসুর আলম নির্বাচিত হন। তথ্যটি নিশ্চিত করে নির্বাচন কমিশনারআলহাজ্ব রফিক মিয়া জানান, কলকলিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২২১ ভোট প্রয়োগ হয়েছে ২০৭। কয়েকজন ভোটারই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেননি। তবে, কোন ভোট বাতিল হয়নি।