মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
০৯/০১/২০২৫ বৃহস্পতিবার বিকাল ৪:০০টায় মাদারীপুর জেলাধীন রাজৈর উপজেলার বন্দর নগরী টেকেরহাটে উদ্বোধন হলো বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী শেখ স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর মাদারীপুর -২ সংসদীয় আসনের সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক, ইডেন কলেজের সাবেক ভিপি, রাজপথের লড়াকু নেত্রী হেলেন জেরিন খান।বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী শেখ স্মৃতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান রাজৈর পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক শেখ জাকির হোসেন জানান,তার পিতা ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। সেই বীর শহীদের স্মৃতির স্মরনে উদ্বোধন করা হয় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী শেখ স্মৃতি ফাউন্ডেশন।এ ফাউন্ডেশন অত্র অঞ্চলে শিক্ষা উন্নয়ন, সামাজিক উন্নয়ন, অসহায় গরীব দুঃখী মানুষের দুঃখ কষ্ট লাঘবে ব্যাপক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন। ফাউন্ডেশন উদ্বোধন অনুষ্ঠানে শীতার্তদের মাঝে প্রায় ৩৫০টি কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল ওহাব আলী মিয়া, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, রাজৈর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রাজু আহমেদ বাবুল ভাই, বিএনপি নেতা সিরাজ ফকির,যুব নেতা মহিউদ্দিন, বিএনপি নেতা আইয়ুব আলী আকন,মহি, বিএনপি নেতা নুরুল আমিন,যুবদলের সংগ্রামী নেতা খায়ের হাওলাদার, যুবনেতা মেরাজ ফকির, মহিলা নেত্রী আন্না আমিন,বিএনপি নেতা মঞ্জুরুল হক,জাসাস নেতা জগলু ভাই, স্বেচ্ছাসেবক দলের নেতা সুভঙ্কর মজুমদার,এনামুল ঢালী,মতিয়ার ফকির ও মুরাদ ভাইসহ বিএনপির সহযোগী অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।