রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
”সুন্দর দেহ সুন্দর মন দ্বীন কায়েমের আন্দোলন”
এই স্লোগানকে সামনে রেখে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির উলিপুর পৌর শাখার উদ্যোগে ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে ।
শুক্রবার ১০ জানুয়ারি বাকরের হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে, বিকাল ৪ ঘটিকায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের কার্যক্রম, পৌর ১ নং ওয়ার্ড সেক্রেটারি, ডঃ মুহাম্মদ শরীফ মেহেদীর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রধান অতিথি ,এ্যাডভোকেট কামাল কবির লিটন, বাংলাদেশ জামাতে ইসলামীর সংগ্রামী আমির উলিপুর পৌর শাখা,বিশেষ অতিথি, প্রভাষক,মুছা মিয়া, যুব বিভাগ উলিপুর -উপজেলা শাখা, উপস্থিত ছিলেন, দক্ষিণ শাখার সভাপতি আঃ রাজ্জাক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উলিপুর উপজেলা, সহ বিভিন্ন স্তরের আরও অনেক নেতৃবৃন্দ।
খেলায় অংশগ্রহণকারী দুইটি দল খেলছে, সভাপতি একাদশ, আরেকটি সেক্রেটারি একাদশ,
দুটি দলের মধ্যে , সভাপতি একাদশ বিজয়ী হয় ।
অনুষ্ঠানটি শুক্রবার ৪টা ৩০মিঃ দিকে শুরু হয়ে সন্ধায় সমাপ্তি ঘটে।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বিগত ১৫ বছর আমাদের জামাতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে, কোনঠাসা করে রাখছিলেন, আমরা বাহিরে বেড়াতে পারিনি, মাঠে খেলতে পারিনি, ৫য়ে আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ছাত্র-জনতা লাল কার্ড দেখিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আজ আমরা মুক্ত আকাশে খেলার মাঠে খেলতে পারতেছি, এই খেলার মাঠ বিগত সরকারের আমলে নেশাখোর ও জুয়ারীদের আড্ডা খানা বানিয়েছিল, আমরা মাঠে খেলব কেউ ফরজ তরফ করে মাঠে নামবো না, আমরা ইসলামী ছাত্রশিবির ইসলামের আদর্শ অনুযায়ী চলবো খেলায় কোন দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, রেফারির কোথায় ফাইনাল, এভাবে ইসলামের আদর্শ নিয়ে সব বক্তারে বক্তব্য রাখেন ।
এ ফুটবল খেলা দেখতে আশা শ্রোতা মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে এ্যাডভোকেট কামাল কবির লিটন খেলায় বিজয়ী, ক্যাপ্টেনের হাতে কাপ তুলে দিয়ে সমাপ্তি ভাষনে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শুক্রবার অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে ।