এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুর সদর থানা পুলিশের অভিযানে
দীর্ঘদিন ধরে পলাতক শেরপুর সদরের ভিকটিম মনজুরুল ইসলাম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত
আসামি- ১। আজমত আলী ২। ফজলুল হক (ফজু)কে গ্রেফতার করেছে শেরপুর সদর থানা পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত্রি আনুমানিক ০৩.২৫ ঘটিকার সময় শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল অভিযান পরিচালনা করে শেরপুর সদর থানার মামলা নং- ২৮, তাং ২৮/০২/২০০৬ ইং, দায়রা নং- ৫১/২০০৮, জিআর নং- ৫৩/২০০৬, ধারা- ১৪৭/১৪৮/৪৪৭/৩২৩/৩০২/১২৪/৩৪ পেনাল কোডে রুজুকৃত মামলা আদালতে বিচারকার্য পরিচালনায় স্বাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে ভিকটিম মনজুরুল ইসলাম হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রসেস নং-৮২/২৫, ১। আজমত আলী, পিতামৃত- আজগর আলী, প্রসেস নং-৮৫/২৫, ২। ফজলুল হক (ফজু) পিতা- নিজাম উদ্দিন, উভয় সাং- রৌহা চরপাড়া, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুরদ্বয়কে তাহাদের নিজ বাড়ি হইতে গ্রেফতার করেছে শেরপুর সদর থানা পুলিশ।