1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিভে গেলো শাহাব উদ্দিন জীবনের প্রদীপ ( শিরোনাম)  - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে নার্সের অবহেলায়া শিশুর মৃত্যু কবিতার মাটি বাংলাদেশের উদ্যোগে পৌষ পার্বণ শীর্ষক সাহিত্য সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২টি ফাইনাল অনুষ্ঠিত নাসিরনগরে সুসকস এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শিবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি যুবক  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ পৌরসভার ০৩ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত গোপালগঞ্জের কাশিয়ানীর-মহসড়কে দূর্ঘটনায় নিহত -১ মোহনপুর উপজেলা এিমহনী মোড়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাউজানে নূর-এ মোস্তফা গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ‎পতিত সরকার শিক্ষা প্রতিষ্ঠানে লুটপাট নিয়োগ ও ভর্তি বাণিজ্য করেছে

বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিভে গেলো শাহাব উদ্দিন জীবনের প্রদীপ ( শিরোনাম) 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

 

কক্সবাজার জেলা প্রতিনিধি নুরুল আবছার

ছোট্ট দুই শিশুর স্কুলড্রেস, বইখাতা, ব্যাগ এবং শীতের কাপড় নিয়ে বাড়ি ফেরা হলো না নিহত জীবনের। কক্সবাজারের রামুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন দৈনিক গণসংযোগ পত্রিকার বিজ্ঞাপন ও সার্কুলেশন ম্যানেজার শাহাব উদ্দিন জীবন (৩৬)। নিহত সিএনজি যাত্রী সাহাব উদ্দিন জীবন উখিয়ার হলুদিয়াপালং ৩ নং ওয়ার্ডের বত্তাতলী এলাকার মৃত কাশেম আলীর পুত্র। সে দীর্ঘ ২২ বছর ধরে বিভিন্ন সংবাদপত্রের সাথে জড়িত ছিল।

গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর দেরটার দিকে খুনিয়াপালংয়ের স্কুলের পাহাড় এলাকার খুনিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

ঘাতক ট্রাক যার নং চট্র মেট্রো-ট ১১-৪৬৯৪ এবং দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি নং কক্সবাজার -থ ১১-৯৭৫৯।গাড়ি দুটি রামু ক্রসিং হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

শাহাব উদ্দিন জীবন তার মৃত্যুর আগপর্যন্ত সে দৈনিক গণসংযোগ পত্রিকার বিজ্ঞাপন ও সার্কুলেশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক গণসংযোগ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: সাইফুর রহিম শাহীন, প্রধান সম্পাদক আবু আদনান সাউদ,নির্বাহী সম্পাদক জাহেদ হোসেন,বার্তা সম্পাদক সিরাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক ফরিদুল ইসলাম, পরিচালনা সম্পাদক নুরুল আবছার,চীফ রিপোর্টার আতিকুর রহমান মানিক, সিনিয়র স্টাফ রিপোর্টার অন্তর দে বিশাল, নিজস্ব প্রতিবেদক আব্দুল মালেক সিকদার,
আব্দুল্লাহ আল ফরহাদ,নুরুল আবছারসহ প্রমুখ।

রিপোর্ট লেখা পর্যন্ত বাকি আহতদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান- রামুর খুনিয়াপালং সড়কে কক্সবাজারগামী ট্রাক ও উখিয়াগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায় এবং সিএনজিতে থাকা যাত্রী শাহাব উদ্দিন জীবন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন সিএনজিতে থাকা চালক সহ আরও ৫ যাত্রী। স্থানীয়রা আহতদের হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। ট্রাকটি এন মোহাম্মদ গ্রুপের বলে জানা গেছে।

এদিকে সংবাদকর্মী জীবনের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার এক স্ত্রী হুমাইরা এবং দুই কন্যা সন্তান ছিলো বলে জানা যায়।

এঘটনায় স্থানীয় জনতা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে রাখে। ফলে প্রায় ৩ ঘন্টা ধরে যানচলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সহযোগিতা করেন।

 

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাছির উদ্দীন বলেন,ঘটনার পর হাইওয়ে পুলিশের একটি ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছেন এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ-বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি