তৌসিফ রেজা (সৈয়দপুর)নীলফামারী:
নীলফামারীর সৈয়দপুরে এন বি পি ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাব এর উদ্যােগে নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শহরের নতুন বাবু পাড়া পৌরসভা রোডস্থ রোটারী চক্ষু হাসপাতাল মাঠে জমকালো আয়োজনে শুক্রবার (১১জানুয়ারি) এই ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরের উদ্বোধন করা হয়। ফেরদৌস অপূর্বের সঞ্চালনায় ট্রফি উন্মোচন করেন আমন্ত্রিত অতিথি ডা. শরিফুল ইসলাম , হাজী মো. ইমতিয়াজ হাজী জুবায়ের আলম এমাদি,হাজী মমতাজ (মিন্টু),হাজী আরমান আশরাফি প্রমুখ।
টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচে ৭নং ওর্য়াড জয় পায় ৬নং ওয়ার্ডের বিপক্ষে, ম্যান অফ দ্যা ম্যাচ হয় মো. মাহিন। দ্বিতীয় ম্যাচে ২ নং ওয়ার্ডের বিপক্ষে জয় পায় ৪ নং ওয়ার্ড, ম্যান অফ দ্যা হন মো. নুমান।
তীব্র শীত উপেক্ষা করে আগত শতাধিক দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে খেলাটি। খেলায় বিজয়ী দলকে পনের হাজার টাকা ও রানার আপকে দশ হাজার টাকা উপহার দেওয়া হবে।
টুর্নামেন্ট আয়োজক কমিটিতে রয়েছেন মো. তানজিম রোমান, মো. ইজহার, মো. নিশু, ও আসিফ ও এলাকাবাসী।