মোঃনাজমুল মোরেলগঞ্জঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে পল্লীমঙ্গল বাজারে এই কার্যক্রম পরিচালনা করেন বাগেরহাট জেলা বিএনপি নেতা ও বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
তার সঙ্গে ছিলেন পৌর বিএনপি ও শরণখোলা উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় কাজী খায়রুজ্জামান শিপন বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিভেদ এড়িয়ে সজাগ থাকতে হবে।