এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনি উপজেলার প্রতাপনগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১২ জানুয়ারি) বেলা ২টায় প্রতাপনগর আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসা হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওঃ মোয়াজ্জাম হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফফার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুরতাজা,সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওঃ আব্দুল মান্নান,উপজেলা সেক্রেটারী অধ্যাপক মাওঃ আনওয়ারুল হক,সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ মোঃ রিয়াছাত আলী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোঃ শাহজাহান হোসেন,ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওঃ মোঃ অহিদুজ্জামান,আলহাজ্ব মাওঃ মোয়াজ্জাম হোসেন প্রমুখ। সম্মেলন শেষে ২০২৫-২০২৬ সেশনের জন্য আলহাজ্ব মাওঃ মোয়াজ্জেম হোসেনকে সভাপতি ও শহীদুল্লাহকে সেক্রেটারি করে ২৮সদস্য ববিশিষ্ট প্রতাপনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন করা হয়।