নওগাঁ জেলা প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ এর উদ্যোগে দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের মুক্তিরমোড় শহীদ মিনার প্রাঙ্গনে ২৫০জন দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এসময় জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, শীতের তীব্রতা বাড়ছে। এই পরিস্থিতিতে অসহায় মানুষের পক্ষে জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধ্যমতো এসব অসহায়, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কারণ, বিএনপি গণমানুষের দল, জনগণের জন্যই বিএনপির রাজনীতি।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক রাশিকুজ্জামান উজ্জল, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবু, মো.আসাদ, মো.মিজান, আতোয়ার হোসেন, মো.মজনু, যুবদল নেতা এসএম হাসিবুল,রিপন হোসেন,বাবু, কবির হোসেন,মো.দোলন, ফরিদুল ইসলাম, মোস্তাক আহম্মেদ, কামরুজ্জামান ,রাজু হোসেন, সোহেল রানা এবং অটো রিক্সা চালক দলের আহবায়ক সেকেন্দার আলী, সদস্য সচিব মো.ছোটন এবং যুগ্ম আহবায়ক মো.ফারুক প্রমুখ।
সাইফুল ওয়াদুদ
নওগাঁ প্রতিনিধি