মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অধীনে নেওয়া ২০ হাজার কোটি টাকার ১৩টি প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তে কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গঠিত বিশেষ কমিটি। শনিবার এই কমিটি সিডিএ কার্যালয়ে প্রকল্প পরিচালকদের সঙ্গে বৈঠক এবং প্রকল্প এলাকা পরিদর্শন করেছে।
তদন্তের আওতায় রয়েছে লালখান বাজার-পতেঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বহদ্দারহাট ও মুরাদপুর ফ্লাইওভার, জলাবদ্ধতা নিরসন প্রকল্পসহ ১৩টি গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মধ্যে ছয়টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, বাকিগুলোর কাজ চলমান।
বিশেষ কমিটি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া, প্রকল্প গ্রহণের কারণ এবং চাপে নেওয়া সিদ্ধান্তের বিষয়গুলো খতিয়ে দেখছে। আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২০১০-এর দশকে নেওয়া এসব প্রকল্প আওয়ামী লীগ সরকারের সময়ে শুরু হয়। দলীয় নেতৃত্বাধীন সিডিএ পরিচালনায় স্বচ্ছতা নিয়ে তখন থেকেই প্রশ্ন উঠেছিল। এবার নতুন তদন্তে প্রকল্প বাস্তবায়নের নানা অসঙ্গতি উন্মোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।