1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
নওগাঁর পত্নীতলায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দুটি বানর - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে কম্বল ও খাবার বিতরণ কালিহাতীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নীলফামারীতে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামীর ৩ বছরের কারাদন্ড মনপুরায় জুলাই বিপ্লবের ঘোষনাপত্র প্রকাশের দাবিতে লিপলেট বিতরন আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তরুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”- শীর্ষক কর্মশালা বিনিনিরাইলে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশে সারের কোনো সংকট নেই, ন্যায্যমূল্যে সার ও বীজ পাবে কৃষক- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

নওগাঁর পত্নীতলায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দুটি বানর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

নওগাঁ থেকে সাইফুল ওয়াদুদঃ
নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরশহরের বিভিন্ন   এলাকায় ঘুরে বেড়াচ্ছে দুটি বানর। কোথা থেকে কিভাবে এসেছে তা জানতে না পারলেও ভালোবেসে তাকে আপন করে নিয়েছে শহরবাসী সবাই তাদের রুটি, কলা, বাদাম খেতে দিচ্ছেন।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নজিপুর বাসস্ট্যান্ডের ধামইররোড এলাকায় উত্তারা ব্যাংক  ভবনে একটি এবং মুগ্ধ স্কয়ার পাতাল মার্কেটের সামনে টিনের উপর বসা ১টি বানর দেখে উৎসুক জনতার ভীড় জমে কেউ তাকে কলা, কেউ পাওরুটি আবার কেউ বাদাম খেতে দিয়েছেন সে খাবার গুলো ভালভাবে মানুষের হাত থেকে নিয়ে খাচ্ছিল। স্থানীয়রা জানান, মাঝেমধ্যে নিজুপর শহরে বা গ্রাম এলাকায় পোষ মানানো শেকলে বাঁধা বানরের বিভিন্ন ধরনের খেলা দেখেছেন অনেকেই। তবে এভাবে বানরের অবাধে আনাগোনা খুব কমই চোখে পরে ।

লোকালয়ে এভাবে বানর দেখে উৎসুকজনতা ভীড় করছেন, বিশেষ করে বানরটির উপস্থিতিতে শিশুদের আনন্দ বেড়ে গেছে। তবে কেউ কেউ ভয়ও পায়; তাই তারা একটু নিরাপদ দূরে থেকে দেখে, আর খাবার দেয়। তাদের ভালোবাসার এসব খাদ্যসামগ্রী কোনোরকম বাঁদরামি ছাড়া শান্তভাবেই গ্রহণ করছে ওরে বুনো এই প্রাণী দুটি।

প্রত্যক্ষদর্শীরা জানান দুটি  বানর দিনের বেলা খাবারের জন্য ঘোরার পাশাপাশি বিভিন্ন স্থানে গাছ, টিনের চালা, দেয়াল কিংবা ভবনের কার্নিশে অবস্থান করছে; বাসা-বাড়ির বাউন্ডারি দেয়াল, ছাদ দিয়ে চলাচল করছে। রাতে কোন ঝোপঝারে লুকিয়ে যায়। তবে বানর দুটি এখনও কারো কোনো ক্ষতি করেনি এবং কোনো অঘটনও ঘটায় নাই।

পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সুমন শীল বলেন প্রতিবছর শীতের সময় এরকম দলছুট বানর দেখা যায় সম্ভবত এই বানরগুলো পঞ্চগর হিলি ওই দিক থেকে দলছুট হয়ে পাথরের ট্রাকে চলে আসে আমাদের এদিকে। এই বানরগুলোকে কেউ বিরক্ত বা মেড়ে ফেলবেন না। ওদের বিরক্ত না করলে তারাও কারো কতি করবে না। দুএকদিন থেকে আবার কোন এলাকায় চলে যাবে।

নওগাঁ জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি