মাসুদ রায়হান মনিরামপুর যশোর প্রতিনিধিঃ।
আশ্বাস প্রকল্পের আওতায় যশোর জেলার সদর উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর দক্ষতা উন্নয়ন কর্মশালা ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার সকাল ১০.৩০ টায় অত্র ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার এবং সভাপতিত্ব করেন নেহালপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এম ফারুক হুসাইন।
আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম ফ্যাসিলিটেটর দিপঙ্কর মন্ডল এর সঞ্চলনায় উক্ত কর্মশালায় প্রকল্পের কার্যক্রম ও কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল।
কর্মশালায় ইউনিয়ন পর্যায়ের সিটিসি’র অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ, মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ, সারভাইভারদের সুরক্ষার জন্য ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে বরাদ্দ ও বরাদ্দের সদ্বব্যাবহার, জনসচেতনতা সৃষ্টিতে সারভাইভারের সুরক্ষা বিষয়ক কার্যক্রম গ্রহণ ও পরিচালনা, মানব পাচার প্রতিরোধ কমিটিকে সম্পৃক্তকরণের গুরুত্ব, কৌশল নির্ধারন ও কর্মপরিকল্পনা গ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
এ অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “ আগুন পাখি ” নামক একটি ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়। যেখানে মানব পাচারের শিকার সারভাইভারদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে যশোর ও ঝিনাইদহ জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে। প্রশিক্ষণে অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি সকল সদস্যবৃন্দ।