মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ।
যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া বাজারে বৈদ্যুতিক বাল্ব চুরির অভিযোগে গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন কুমার কুন্ডুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) গভীর রাতে বাজারের দোকানের সামনে থেকে ১১টি বড় বৈদ্যুতিক বাল্ব চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে মঙ্গলবার রাতে পাঁজিয়া বাজার কমিটির আয়োজনে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি আবু বক্কার। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিনসহ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা। উভয় পক্ষের বক্তব্য শোনার পর, সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান শিক্ষক অঞ্জন কুমার কুন্ডুকে ২০ হাজার টাকা জরিমানা করা হবে।
অঞ্জন কুমার কুন্ডুর বিরুদ্ধে বিদ্যালয়ের সম্পদ আত্মসাতের অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের প্রায় দুই লক্ষাধিক টাকার মেহগনি গাছসহ অন্যান্য গাছ টেন্ডার আহ্বান ছাড়াই বিক্রি করেছেন তিনি। এমনকি মেহগনি গাছের লগ নিজের বাড়ির দরজা ও জানালার কাজে ব্যবহার