মো: সোহেল ভোলা জেলা প্রতিনিধি।
ভোলার রামদাসপুর নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবীতে স্থানীয়দের মানববন্ধন
ভোলার রাজাপুর ইউনিয়নের বিচ্ছিন্ন রামদাসপুর এলাকাকে মেঘনার ভয়াল ভাঙনের হাত থেকে সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে রক্ষার দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রামদাসপুর গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় ভুক্তভোগীরা বলেন, ভোলার রাজাপুর ইউনিয়নের ৪ শত বছরের পুরানো রামদাসপুর ৮টি ওয়ার্ড নিয়ে বিশাল এলাকা ছিলো। এই এলাকা ভোলা সদরের মধ্যে শিক্ষায় সবচেয়ে এগিয়ে ছিলো। এছাড়াও চিংড়ি ও শস্য ভান্ডারে সমৃদ্ধ এলাকা ছিলো রামদাসপুর। মেঘনার ভয়াল ভাঙনের রামদাসপুর এর ৭টি ওয়ার্ড ইতিমধ্যে নদী গর্ভে বিলিন হয়ে গেছে। হাজার হাজার পরিবার ভিটা হারা হয়ে অন্যত্র বসবাস করছে। অনেক পরিবার নিঃস্ব হয়েছে। কিন্তু বিগত কোন সরকারই এই পুরানো রামদাসপুরকে রক্ষায় কোন পদক্ষেপ নেয়নি। বর্তমানে রামদাসপুর একটি ওয়ার্ড রয়েছে। সেখানে প্রায় ১০ হাজার মানুষ বসবাস করছে। কিন্তু নদী ভাঙন অব্যাহত থাকায় এইসব পরিবারগুলো চরম দুশ্চিন্তায় পরেছেন। এখনই যদি রামদাসপুরকে সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে রক্ষা করা না হয় তাহলে এসব পরিবারগুলো নদী ভাঙনের তাদের ভিটা হারাবে।
বর্তমান সরকারের কাছে রামদাসপুর রক্ষায় অতিদ্রুত ব্লক দিয়ে রক্ষার দাবী জানাচ্ছি স্থানীয় ভুক্তভোগীরা।