নাজমুল হাসান নাজির
বগুড়ার ধুনটে ইট ভাটার জন্য অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল খননের অপরাধে নাইম ইসলাম নামে এক ইট ভাটা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান।
জানা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের থেউকান্দি গ্রামের একটি ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি খনন করে ইটভাটায় নিচ্ছিল ভাটা মালিক নাইম ইসলাম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাইম ইসলামকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান জানান, ইটভাটার জন্য অবৈধভাবে মাটি খননের অপরাধে ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ধারায় ভাটা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।